Advertisement
০২ নভেম্বর ২০২৪
Guinness World Records

পা দুটো চার ফুটেরও বেশি লম্বা, সাইজ মতো লেগিন্স পায় না কিশোরী

বিশ্বের দীর্ঘতম পা থাকার সৌজন্যে গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুলেছে সে। তাকে নিয়েই এখন মেতেছে নেটাগরিকরা।

চার ফুটের বেশি লম্বা পা ম্যাকির। ছবি টুইটার থেকে নেওয়া।

চার ফুটের বেশি লম্বা পা ম্যাকির। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা 
টেক্সাস শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ১৪:৫১
Share: Save:

কারও কারও উচ্চতা হয় চার ফুট। আর ১৭ বছরের এই কিশোরীর পায়ের দৈর্ঘ্যই চার ফুটের বেশি। ম্যাকি কারিন নামের ওই কিশোরী থাকে আমেরিকার টেক্সাসে। বিশ্বের দীর্ঘতম পা থাকার সৌজন্যে গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুলেছে সে। তাকে নিয়েই এখন মেতেছে নেটাগরিকরা।

১৭ বছরের ম্যাকির মোট উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি। মোট উচ্চতার ৬০ শতাংশই পায়ের উচ্চতা। তার বাঁ-পায়ের উচ্চতা ৫৩.২৫৫ ইঞ্চি ও ডান-পায়ের উচ্চতা ৫২.৮৭৪ ইঞ্চি। অর্থাৎ দু’টি পায়ের উচ্চতায় চার ফুটের বেশি।

চার ফুটের বেশি লম্বা পা নিয়ে দু’টি বিশ্ব রেকর্ড করেছে ক্যানি। প্রথমটি দীর্ঘতম পা-যুক্ত মহিলা ও দীর্ঘতম পা থাকা কিশোর/কিশোরী। এতদিন এই রেকর্ড ছিল রাশিয়ার একাটারিনা লিসিনার দখলে।

গিনেস বিশ্ব রেকর্ডে নাম লিখিয়ে খুশি ক্যানি। তবে লম্বা পা থাকার সুবিধা ও অসুবিধা দু’টোই রয়েছে বলে মনে করে সে। ২০১৮-তে সে প্রথম বুঝতে পারে তার পা অন্যান্য সকলের তুলনায় অনেকটাই বড়। বাজারে নিজের পায়ের মাপের লেগিন্স পেতে কতটা সমস্যা হয় সে কথাও জানিয়েছেন তিনি। তার পরই গিনেস বিশ্ব রেকর্ডে আবেদনের কথা ভাবেন। ম্যাকি ইতিমধ্যেই টিকটকে জনপ্রিয়। ভবিষ্যতে মডেলিং করতে চান তিনি। বিশ্বের দীর্ঘতম মডেল হওয়ার রেকর্ডও নিজের দখলে রাখতে চান তিনি।

আরও পড়ুন: কফিন খুলতেই বেরিয়ে এল ২৫০০ বছরের পুরনো মমি!

আরও পড়ুন: মাকড়শার জাল, কোথায় মেলে এমন যত্নে বোনা নিপুণ শিল্পকর্ম

অন্য বিষয়গুলি:

Guinness World Records Viral Video USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE