মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে ওই ব্যক্তিকে
নতুন রাজত্বে আরও মানবিক হওয়ার আশ্বাস দিয়েছেন তালিবান নেতৃত্ব। কিন্তু সময় যতই গড়াচ্ছে, ততই খোলস ছেড়ে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে তালিব যোদ্ধাদের। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িতে আফগানিস্তানের জাতীয় পতাকা লাগানোর কারণে এক ব্যক্তিকে টেনে-হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সে দেশের একটি স্থানীয় সংবাদ মাধ্যমের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়ো।
রবিবার তালিবান বাহিনী কাবুল দখল নেওয়ার পরও শুক্রবার আফগানিস্তানের বিভিন্ন প্রান্তেই পালিত হয়েছে স্বাধীনতা দিবস (১৯ অগস্ট)। তালিবান বিরোধিতায় ওই দিনে বহু মানুষই বিক্ষোভ দেখিয়েছেন নানা জায়গায়। নেটমাধ্যমে ছেয়ে যাওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কাবুলের আব্দুল হক স্কোয়ারে তালিবানের পতাকা হঠিয়ে দেশের জাতীয় পতাকা লাগাচ্ছেন বিক্ষোভকারীরা।
A man carrying the Afghan national flag under the windshield of his car was arrested by the #Taliban pic.twitter.com/zQ3WXh1ldW
— Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 20, 2021
More than a dozen videos have been posted on social media from different places which shows that #Taliban beat up the Afghans who carried the #Afghan National Flag . #Afghanistan #Talibans pic.twitter.com/uGxcOkkdBU
— Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 20, 2021
Afghans parade national flag as protests against Taliban spread to Kabul pic.twitter.com/FQD5jFolE8
— The Sun (@TheSun) August 19, 2021
Historic defiance against Taliban by Afghan nationals. Locals in Kabul replace the Taliban flag with the Afghan national tricolour flag at the famous Abdul Haq Square. Loud noise cheering from behind audible. Several protests against Taliban held, waving the Afghan flag. pic.twitter.com/7niFkqMD9w
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 19, 2021
সরকারি দফতর থেকে তালিবানি পতাকা সরানোর দাবিতে গত বৃহস্পতিবার জালালাবাদ শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শ’য়ে শ’য়ে আফগান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রেখবর, তাঁদের উপর গুলি চালিয়েছে তালিবান। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলেও খবর মিলেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy