Advertisement
০৫ নভেম্বর ২০২৪
International News

আফগানিস্তানে সেনা ক্যাম্পে তালিবান হামলা, নিহত অন্তত ১৪০ সেনা

আফগানিস্তানের সেনা ক্যাম্পে বড়সড় হামলা চালাল তালিবান। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪০ জন সেনা। আহতের সংখ্যাও অনেক।

ক্যাম্পের কাছে আফগান সেনারা। ছবি: রয়টার্স।

ক্যাম্পের কাছে আফগান সেনারা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১০:৩৭
Share: Save:

আফগানিস্তানের সেনা ক্যাম্পে বড়সড় হামলা চালাল তালিবান। এই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪০ জন সেনা। আহতের সংখ্যাও অনেক।

শুক্রবার উত্তর আফগানিস্তানের সেনা ক্যাম্প মাজার-ই-শরিফে ঢুকে পড়ে ১০ জন তালিবান জঙ্গি। তারা সকলেই আফগান সেনার পোশাকে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। ওই ক্যাম্পেই একটি মসজিদ রয়েছে। সেখানে তখন সেনারা প্রার্থনা করছিলেন। তালিবান জঙ্গিরা ক্যাম্পে ঢুকেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও। এরই মধ্যে দুই তালিবান জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণেই বেশির ভাগ সেনার মৃত্যু হয়। নিহত হয় ৯ জঙ্গি। সেনা সূত্রে খবর, এক জঙ্গিকে জীবন্ত অবস্থায় ধরা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তালিবান।

আরও পড়ুন: আগেও জেল খেটেছিল প্যারিসের খুনি

ন্যাটো-র রিসোলিউট সাপোর্ট অপারেশন-এর কম্যান্ডার জন নিকোলসন এক বিবৃতিতে জানান, প্রার্থনা ও রাতের খাবারের সময় তালিবান জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। মৃতের সংখ্যা সম্পর্কে না জানালেও এই হামলার কড়া মোকাবিলা করার জন্য আফগান সেনাদের বাহবা দিয়েছেন তিনি।

২০০১ থেকে তালিবানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ন্যাটো বাহিনী। তালিবানদের প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল যৌথ বাহিনী। তালিবানদের শক্ত ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিয়েছিল মার্কিন ও আফগান সেনারা। কিন্তু এ দিনের হামলা থেকে এটা স্পষ্ট যে, তালিবান ফের শক্তি সঞ্চয় করে মাথা তুলছে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে।

গত মার্চেই কাবুলের এক হাসপাতালে বড়সড় হামলা চালিয়েছিল তালিবান।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE