Advertisement
০২ নভেম্বর ২০২৪

এ বার আত্মঘাতী হামলা পাক কনভয়ে, নিহত ৯ পাক সেনা, আহত ১১

নীয় সংবাদমাধ্যমের দাবি, ঘটনায় ৯ জন পাক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন পাক সেনা। 

বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে সরব এক সংগঠন এই হামলার দায়স্বীকার করেছে বলে দাবি। প্রতীকী ছবি।

বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে সরব এক সংগঠন এই হামলার দায়স্বীকার করেছে বলে দাবি। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৩
Share: Save:

কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় বাহিনীর উপরে আত্মঘাতী হানায় পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত। সেই ঘটনার তিন দিনের মধ্যেই বালুচিস্তানে আক্রান্ত হল পাক সেনার কনভয়। আজ বালুচিস্তানে পাক সেনার কনভয়ে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ঘটনায় ৯ জন পাক সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন পাক সেনা।

বালুচিস্তানে জঙ্গি কার্যকলাপের পিছনে ভারতের মদত রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ পাকিস্তানের। এ দিন পাকিস্তানে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনকে বিপুল অভ্যর্থনা জানানো হয়েছে। সলমন পাকিস্তানে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে এই হামলায় পাকিস্তান অস্বস্তিতে পড়তে পারে বলে মত কূটনীতিকদের।

স্থানীয় সং‌বাদমাধ্যম জানিয়েছে, চিন-পাকিস্তান আর্থিক করিডরের উপরেই তুরবাত ও পঞ্জগুর এলাকার মধ্যে পাক সেনার কনভয়ে আত্মঘাতী হামলা হয়। বালুচ জঙ্গিদের সংগঠন ব্রাসের মুখপাত্র বালোচ খানের দাবি, ‘‘আমাদের সংগঠনের সদস্যেরা পাক সেনার টহলদারি দল ও একটি শিবিরে একইসঙ্গে হামলা চালিয়েছে।’’ বালুচ জঙ্গিরা পাকিস্তানের পাশাপাশি চিন-পাকিস্তান করিডরেরও তীব্র বিরোধী।

সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

আরও পড়ুন: পাকিস্তান সফরে সৌদি যুবরাজ

২০০৪ সালে চিনা সহযোগিতায় তৈরি গদর বন্দরে জঙ্গি হামলায় তিন চিনা ইঞ্জিনিয়ার নিহত হন। সেই ঘটনাতেও ভারতের দিকে আঙুল তুলেছিল পাকিস্তান। তাদের দাবি, ব্রাসের সদস্য বালুচিস্তান লিবারেশন আর্মির মতো সংগঠনগুলিকে গোপনে আর্থিক সাহায্য করে দিল্লি। ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবও ওই জঙ্গি সংগঠনগুলিকে সাহায্য করার জন্যই বালুচিস্তানে গিয়েছিলেন বলে দাবি পাকিস্তানের।

আরও পড়ুন: ‘পাকিস্তানকে বিরাট মূল্য চোকাতে হবে’, এ বার প্রত্যাঘাতের হুঁশিয়ারি ইরানের

অন্য বিষয়গুলি:

Suicide Attack Military Convoy Balochistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE