মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দাবি করেছিলেন কয়েক মাস আগেই। ‘মদতের’ বিষয়টি স্পষ্ট না হলেও নতুন দলের আত্মপ্রকাশের দিনক্ষণ পাকা হয়ে গেল এ বার।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় নতুন দলের নাম ঘোষণা করা হবে। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা তথা কোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেতে চলেছেন বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে। নতুন দলে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সরকার থেকে ইস্তফা দেবেন নাহিদ।
আরও পড়ুন:
এ ছাড়া নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্যসচিব আখতার হোসেনকে বেছে নেওয়া হতে চলেছে। মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আবদুল্লা। কট্টরপন্থী সংগঠন ইসলামি ছাত্রশিবিরের প্রাক্তন নেতা আলি আহসান জোনায়েদকে নতুন দলের চার শীর্ষপদের একটিতে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হলেও সম্ভবত তা হচ্ছে না বলেই ওই খবরে দাবি।