Advertisement
E-Paper

‘ভারত যদি আমাদের প্রাপ্য না দেয়...!’ তিস্তার জল নিয়ে খালেদা-পুত্র তারেক কী হুমকি দিলেন?

হাসিনা প্রধানমন্ত্রী পদ ছাড়ার পরে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসাবে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। কিন্তু তার পর সুর বদলায় তারা।

(বাঁ দিকে) খালেদা জিয়া। তারেক রহমান (ডান দিকে)।

(বাঁ দিকে) খালেদা জিয়া। তারেক রহমান (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৩
Share
Save

গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং সীমান্ত সমস্যা নিয়ে ভারতকে নিশানা করেছিল আগেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি এ বার তিস্তা নদীর জলবণ্টন নিয়ে নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিল।

খালেদার পুত্র তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বলেন, ‘‘প্রতিবেশী দেশ ভারত যদি জলের ন্যায্য অংশীদারি না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা প্রকাশ করে, তা হলে দেশ ও জনগণের স্বার্থে কৃষি, কৃষক ও নদী বাঁচাতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে।’’ আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ৫৪টি নদীর জলবণ্টনের দাবি তোলেন তিনি।

গত ৫ অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রথম বার বাংলাদেশের কোনও রাজনৈতিক দল হিসাবে ঢাকায় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। কিন্তু তার পর থেকেই ধীরে ধীরে সুর চড়াচ্ছে তারা। মঙ্গলবার তিস্তার জলের ন্যায্য ভাগ ও তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচটি জেলায় ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির আয়োজন করেছিল বিএনপি। হাসিনার জমানা থেকে লন্ডননিবাসী তারেক সেই জনসভায় ভার্চুয়াল বক্তৃতায় ‘সীমান্তে বিএসএফের গুলিচালনার ঘটনা নিয়েও’ সরব হন।

bnp Begum Khaleda Zia Tarique Rahman Bangladesh Nationalist Party Teesta River

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}