গদিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং সীমান্ত সমস্যা নিয়ে ভারতকে নিশানা করেছিল আগেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি এ বার তিস্তা নদীর জলবণ্টন নিয়ে নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিল।
খালেদার পুত্র তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বলেন, ‘‘প্রতিবেশী দেশ ভারত যদি জলের ন্যায্য অংশীদারি না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা প্রকাশ করে, তা হলে দেশ ও জনগণের স্বার্থে কৃষি, কৃষক ও নদী বাঁচাতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরই বাঁচার পথ খুঁজে নিতে হবে।’’ আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ৫৪টি নদীর জলবণ্টনের দাবি তোলেন তিনি।
আরও পড়ুন:
গত ৫ অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রথম বার বাংলাদেশের কোনও রাজনৈতিক দল হিসাবে ঢাকায় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। কিন্তু তার পর থেকেই ধীরে ধীরে সুর চড়াচ্ছে তারা। মঙ্গলবার তিস্তার জলের ন্যায্য ভাগ ও তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচটি জেলায় ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির আয়োজন করেছিল বিএনপি। হাসিনার জমানা থেকে লন্ডননিবাসী তারেক সেই জনসভায় ভার্চুয়াল বক্তৃতায় ‘সীমান্তে বিএসএফের গুলিচালনার ঘটনা নিয়েও’ সরব হন।