Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Musician

অস্ত্রোপচারের সময়ই গিটার বাজালেন দক্ষিণ আফ্রিকার গায়ক

মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। যিনি রোগী, তিনি গিটারে মৃদু সুর–ঝঙ্কার তুলেছেন অস্ত্রোপচারের টেবিলে শুয়েই।

অপারেশন টেবিলেই গিটার বাজাচ্ছেন মুসা মানজিনি। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

অপারেশন টেবিলেই গিটার বাজাচ্ছেন মুসা মানজিনি। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ২১:১৪
Share: Save:

মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। যিনি রোগী, তিনি গিটারে মৃদু সুর–ঝঙ্কার তুলেছেন অস্ত্রোপচারের টেবিলে শুয়েই। চিকিৎসকেরা তাতে বাধাও দিচ্ছেন না। এই অভিনব অস্ত্রোপচার হয়েছে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর ডারবানে। আর যাঁর মাথায় অস্ত্রোপচারটি করা হয়েছে, তিনি দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত জ্যাজ সুরস্রষ্টা মুসা মানজিনি।

মানজিনির মাথার টিউমার সরিয়ে ফেলতে অস্ত্রোপচারটি করা হয়। ২০০৬ সালে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে তাঁর। দীর্ঘ ছয় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারেও তাঁকে কোনো ধরনের অ্যানাস্থেশিয়া প্রয়োগ করা হয়নি। কারণ, এ ধরনের অস্ত্রোপচারে অ্যানাস্থেশিয়া দেওয়া হলে মস্তিষ্কের ‘মোটর কর্টেক্স’ অংশটি অকেজো হয়ে অনেক সময় রোগীর পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

ডারবানের ইঙ্কোসি আলবার্ট লুথুলিসেন্ট্রাল হাসপাতালে মানজিনির অস্ত্রোপচারে হয়েছে। নিউরোসার্জন ব্যাসিল অ্যানিকার ও রোহেন হরিচাঁদপ্রসাদের নেতৃত্বে এই অস্ত্রোপচার চলেছে।

চিকিৎসক অ্যানিকার বলেছেন, ‘রোগীর শরীর অবশ করার চেয়ে তাঁকে চেতন রেখেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই আমরা। এর ফলে টিউমারটি ছোট ছোট অংশে ভাগ করে অপসারণ করি আমরা। প্রতিটি অংশ কাটার আগে আমরা রোগীর ঐচ্ছিক পেশী সঞ্চালন পরীক্ষা করে নিশ্চিত হই ওই অংশ কাটা যাবে কি না। এ জন্য রোগীর আঙুলের নড়াচড়া অব্যাহত রাখার জন্য তাঁকে গিটার বাজাতে দিই আমরা। এ কাজে মানজিনি দারুণ সহযোগিতা করেছেন।’

আরও পড়ুন: সমুদ্রগর্ভে অগ্ন্যুৎপাতের জেরে সুনামি, ইন্দোনেশিয়ায় মৃত কমপক্ষে ১৬৮

জ্যাজ সুরস্রষ্টা হিসাবে আফ্রিকায় বিখ্যাত মানজিনি। তবেগিটার ছাড়াও বেশ কয়েকটি যন্ত্রের উপর দখল রয়েছে তাঁর। একটি বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতও পড়ান তিনি। সফল অস্ত্রোপচারের পর মানজিনি বলেছেন, ‘সঙ্গীতস্রষ্টা হিসেবে আমার দক্ষতা এখানে কাজে লেগেছে। চিকিৎসক দলকে কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নেই আমার।’

আরও পড়ুন: ভয়ঙ্কর ভিডিয়ো: ইন্দোনেশিযায় লাইভ কনসার্টে আছড়ে পড়ল সুনামি!

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

অন্য বিষয়গুলি:

Jazz Musician Musa Manzini Guitar in Operation Table
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy