ইউনিভার্সিটি অফ বলোগনা: পশ্চিমী বিশ্বের প্রথম বড় কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইতালির ইউনিভার্সিটি অফ বলোগনা। ১০৮৮ সালে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রাচীন ও বৃহৎ এ শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে চালু রয়েছে। বর্তমানে দেশের মধ্যে ইমোলা, রাভিনা, ফোরলি, চেজনা, রিমিনি এবং দেশের বাইরে আর্জেন্তিনার রাজধানী বুয়েনাস আইরেসে ইউনিভার্সিটি অফ বলোগনার শাখা রয়েছে। ২৩টি স্কুলের অধীনে প্রায় ৮৫ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করেন এখানে।