Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Russia

Russia-Ukraine war: গুলি লাগল গায়ে, তবু অক্ষত ইউক্রেনীয় সেনা! রহস্য জানালেন নিজেই

দু’পক্ষের গুলি বিনিময়ের সময় একটি বুলেট তাঁর গায়ে এসে লাগে। কিন্তু শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

এ কি কোনও অলৌকিক কাণ্ড?  হতভম্ব হয়ে যেন সেনা নিজেই।

এ কি কোনও অলৌকিক কাণ্ড?  হতভম্ব হয়ে যেন সেনা নিজেই। ছবি: ইউটিউব

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৩:৩৪
Share: Save:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আশ্চর্যজনক ভাবে প্রাণে বাঁচলেন এক ইউক্রেনীয় সেনা। দু’পক্ষের গুলি বিনিময়ের সময় একটি ৭.৬২ মিমি আকারের বুলেট তাঁর গায়ে এসে লাগে। কিন্তু শরীরের কোথাও গুলির চিহ্ন নেই। এ কি কোনও অলৌকিক কাণ্ড? হতভম্ব হয়ে যেন সেনা নিজেই।

ভাল করে লক্ষ করার পর সেই সেনা দেখতে পান, তাঁর ‘স্মার্টফোন’-এ গুলিটি আটকে রয়েছে। শেষমেশ মোবাইল ফোনই প্রাণ বাঁচাল তাঁর। সেই সেনা তাঁর অভিজ্ঞতা একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন। প্রায় ৩০ হাজার মানুষ নেটমাধ্যমে এই ভিডিয়োটি দেখেছেন।

অনেকে বলেছেন, ‘স্মার্টফোন’-ই শেষে বুলেটপ্রুফ জ্যাকেটের কাজ করল। না হলে তাঁর মৃত্যু অবশ্যম্ভাবী ছিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE