(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।
আমেরিকার মসনদে পালাবদলের পর ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। সেই তালিকায় এ বার নাম লেখালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও। তবে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে ট্রাম্পকে অভিনন্দন জানাতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। প্রশ্ন উঠছে, পাকিস্তানে যে সমাজমাধ্যম নিষিদ্ধ (এক্স), দেশের প্রধানমন্ত্রী তা কেন ব্যবহার করলেন? ইন্টারনেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, এক্স হ্যান্ডলে পোস্ট করার জন্য শাহবাজ় ভিপিএনের (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) সাহায্য নিয়েছিলেন!
শাহবাজ় তাঁর এক্স বার্তায় লেখেন, ‘‘দ্বিতীয় মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। পাকিস্তান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আমি আশাবাদী।’’ শাহবাজ়ের পোস্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় ভারতের পড়শি দেশের অন্দরে। অনেকের মতেই পাকিস্তানে নিষিদ্ধ এক্স ব্যবহার করতে শাহবাজ় ভিপিএনের সাহায্য নিয়েছেন। যা পাকিস্তানের আইন অনুযায়ী বেআইনি।
দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই শাহবাজ় সরকার চলতি বছরের শুরুতে এক্স নিষিদ্ধ করেছিল। সেই সময় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ জানিয়েছিলেন, বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর জঙ্গিরা এক্স ব্যবহার করে নাশকতা ছড়াচ্ছে। তার সরকার যে সমাজমাধ্যম নিষিদ্ধ করেছে, সেই মাধ্যম ব্যবহার করে নেটাগরিকদের ব্যঙ্গের সম্মুখীন হয়েছেন শাহবাজ়।
উল্লেখ্য, ব্যবহারকারীরা মূলত তাদের তথ্য গোপন করতে ভিপিএনের সাহায্য নেয়। ভিপিএনের সাহায্যে যদি কেউ ইন্টারনেট ব্যবহার করেন বা সমাজমাধ্যমে কিছু পোস্ট করেন, তবে তাঁর লোকেশন বা আইপি অ্যাড্রেস পাওয়া যায় না। এ ছাড়াও যে সব ওয়েবসাইটের ব্যবহার সীমিত, সেই সব ওয়েবসাইট ব্যবহার করা সম্ভব হয় ভিপিএনের সাহায্যে। বেশ কয়েকটি সংস্থা ভিপিএন পরিষেবা দেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy