আলোচনা সেরে বেরিয়ে আসছেন সেনেট কমিটির সদস্যেরা। গেটি ইমেজেস
সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থী ব্রেট ক্যাভানার বিরুদ্ধে এফবিআই কোনও প্রমাণ পায়নি বলে জানালেন মার্কিন সেনেটের বিচারবিভাগীয় কমিটির চেয়ারম্যান চাক গ্র্যাসলি। ক্যাভানার বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে তদন্তভার যায়। মূলত ডেমোক্র্যাটিক সদস্যরাই এই তদন্তের পক্ষে সায় দেন।
ক্যাভানা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী। যৌন হেনস্থার অভিযোগ ওঠা সত্ত্বেও ট্রাম্প তাঁকে সমর্থন জানিয়েছেন। সেনেটে ডেমোক্র্যাটরা আবার পাশে দাঁড়িয়েছেন ক্যাভানার বিরুদ্ধে মুখ খুলেছেন যে অধ্যাপিকা, সেই অভিযোগকারিণী ক্যালিফোর্নিয়ার ক্রিস্টিন ব্লেসি ফোর্ডের। তিনি সেনেটের বিচারবিভাগীয় কমিটির মুখোমুখি হয়ে অতীতের অভিজ্ঞতার বিশদে বর্ণনা দিয়েছিলেন। ক্যাভানা অবশ্য পাল্টা সাক্ষ্যে সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন।
এফবিআই তদন্ত-রিপোর্ট জমা পড়ে গেলেও ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস কুন্সের (এই তদন্তের পক্ষে মূল সওয়ালকারী) আশঙ্কা, তদন্তকারীরা এই ঘটনায় জড়িত বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ সাক্ষীর সঙ্গে কথা বলেননি। তা ছাড়া, কুন্স বলছেন, ক্যাভানা সে দিন সাক্ষ্য দেওয়ার সময়ে সত্যি কথা বলেছিলেন কি না, সেটাও খতিয়ে দেখা উচিত সেনেট সদস্যদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy