তিন বছর ধরে ভারত মহাসাগরে তন্নতন্ন করে খোঁজ চলেছে। অথচ হাতে এসেছে কয়েকটা আধপোড়া টুকরো ও কিছু অনুমান। মঙ্গলবার এমএইচ-৩৭০ বিমানের খোঁজে তাদের যৌথ তল্লাশি অভিযান শেষ করার সিদ্ধান্ত নিল মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চিন।
২০১৪-এর ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালা লামপুর থেকে বেজিং রওনা হওয়ার পরই রেডার থেকে হারিয়ে যায় এমএইচ-৩৭০ বিমান। জানা যায়, ভারত মহাসাগরের উপরে বিমানের রুট বদলেছিলেন পাইলট। ভারত মহাসাগরে শুরু হয় তল্লাশি। তিন বছরে মোট ২০টি টুকরো উদ্ধার হয়েছে। যা ওই বিমানের হতে পারে বলে অনুমান। মেলেনি ব্ল্যাক বক্স। গত বছরই জানানো হয়, ভারত মহাসাগরের তলায় ১২০ হাজার বর্গ কিলোমিটার জায়গায় তল্লাশি চলবে। তার পর তুলে নেওয়া হবে অভিযান। এ দিন বলা হয়, ‘‘বিজ্ঞান ব্যবহার করে যত ভাবে খোঁজ চালানো সম্ভব ছিল, সব করা হয়েছে। তবু বিমানের খোঁজ না পাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক।’’ স্বাভাবিক ভাবেই অসন্তুষ্ট নিখোঁজদের পরিবার। দুর্ঘটনায় স্ত্রী চন্দ্রিকা শর্মাকে হারিয়েছেন কে এস নরেন্দ্রন। তিনি বলেন, ‘‘আশা করে ছিলাম, তল্লাশি চললে বিমানের ঠিক খোঁজ মিলবে। আমরা আশাহত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy