চিনের বাসিন্দা ভাবেন, সত্যিই তাঁর বন্ধু বিপদে পড়ে তাঁর কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। প্রতীকী চিত্র।
প্রযুক্তিবিদ্যার সাহায্যে যেমন বিশ্ব উন্নতির সিঁড়িতে উঠছে, ঠিক তেমনই তা বিশ্ববাসীকে ভয়াবহ বিপদের মুখেও ঠেলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে অনায়াসেই অন্য ব্যক্তির মুখাবয়ব হুবহু নকল করা যায়। এই ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে কেউ যদি অন্য কারও মুখাবয়ব ধারণ করে ভিডিয়ো কল করেন, তা হলে আসল এবং নকলের পার্থক্য খালি চোখে ধরা পড়া খুব একটা সহজ নয়। প্রতারকেরা তাই অপরাধের সময় হাত বাড়াচ্ছে এই সব প্রযুক্তির দিকে। রয়টার্স সূত্রে খবর, উত্তর চিনের এক বাসিন্দা ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহার করে পাঁচ কোটি টাকার প্রতারণা করেছেন।
বাওটাউ সিটি পুলিশের দাবি, চিনের এক বাসিন্দার ঘনিষ্ঠ বন্ধুর চেহারা নকল করেছিলেন ওই প্রতারক। তার পর ভিডিয়ো কল করে নিজের প্রয়োজনে পাঁচ কোটি টাকা সাহায্য চান বন্ধুর কাছে। চিনের ওই বাসিন্দা ভাবেন, সত্যিই তাঁর বন্ধু বিপদে পড়ে তাঁর কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।
তাই বন্ধু সাজা প্রতারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও দেন তিনি। টাকা পাঠানোর পর আসল ঘটনা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে খুব শীঘ্রই তারা অভিযুক্ত প্রতারককে গ্রেফতার করবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy