(বাঁ দিক থেকে) মুহাম্মদ ইউনূস, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়। — ফাইল চিত্র।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ‘প্রহসনের বিচার’ চালাতে চাইছে অন্তর্বর্তী সরকার। মুহাম্মদ ইউনূসের স্বার্থরক্ষার জন্যই তা করা হচ্ছে। বিদেশে বসে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে এমনটাই দাবি করলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
সোমবারই ভারতের কাছে এসেছে বাংলাদেশের ‘নোট ভার্বাল’ (কূটনৈতিক বার্তা)। সেখানে হাসিনাকে ফেরানোর কথা বলা হয়েছে। বিদেশ মন্ত্রক বাংলাদেশের হাই কমিশনের থেকে এই বার্তা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে। এর পরেই মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জয়। তিনি জানিয়েছেন, ‘প্রহসনের বিচার’ চালানোর জন্যই তাঁর মা তথা আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাঁর অভিযোগ, ‘পরিকল্পিত ভাবে’ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।
জয় নিজের পোস্টে এ-ও লিখেছেন যে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করার জন্য বিচারের প্রক্রিয়া চালাচ্ছে। আর সে কারণে তা ‘প্রহসন’-এ পরিণত হয়েছে। তাঁর কথায়, ‘‘এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচারকে উপেক্ষা করে আওয়ামী লীগ নেতৃত্বকে পরিকল্পিত ভাবে দমন-পীড়নের নতুন অধ্যায় শুরু করা হয়েছে।’’ বাংলাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিচার না-করেই তাঁদের দলের কর্মীদের ‘হত্যা’ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ তাঁদের হত্যার মামলায় ফাঁসানো হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে বলে অভিযোগ জয়ের। তাঁর কথায়, ‘‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এবং সরকারের প্রত্যক্ষ মদতে এ সব অন্যায় কার্যক্রম চলছে।’’ জুলাই থেকে অগস্টে বাংলাদেশে গণআন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন হাসিনা-পুত্র। তাঁর অভিযোগ, বিচারব্যবস্থাকে নিজের ‘অস্ত্র’ হিসাবে ব্যবহার করছে ইউনূস সরকার। আর সেই ‘প্রহসনের বিচার’ চালানোর জন্যই হাসিনাকে এখন তারা দেশে ফেরাতে চাইছে বলে দাবি জয়ের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত অগস্টে বাংলাদেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। তার পর থেকে সে দেশের বিভিন্ন থানায় অন্তত ২৩৩টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এর মধ্যে ১৯৮টি ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। হাসিনা-সহ ১৪৩ জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ বার হাসিনাকে দেশে ফিরিয়ে তাঁর বিচার করতে চাইছে অন্তবর্তী সরকার। সেই নিয়েই ইউনূস সরকারকে কটাক্ষ করলেন হাসিনা-পুত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy