ছবি : টুইটার থেকে।
ইউক্রেনের রাজধানী থেকে ভারতীয় দূতাবাস সরিয়ে নিচ্ছে নয়াদিল্লি। বদলে পোল্যান্ড থেকে ইউক্রেনের যাবতীয় কাজ করবেন ভারতীয় দূতাবাসের কর্মীরা।
রবিবার রাশিয়া জানিয়ে দিয়েছে, কিভকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে রুশ সেনাবাহিনী। যে কোনও মুহূর্তে কিভের সীমানা পেরিয়ে ভিতরে প্রবেশ করবে তারা। তবে সেই দাবি সত্যি কি না তা নিয়ে এখনও সংশয় আছে। কেননা এর আগেও কিভে প্রবেশ করার কথা বলেছিল রাশিয়া। কিন্তু শেষপর্যন্ত তারা সফল হয়নি। এই পরিস্থিতিতে ভারত কোনওরকম ঝুঁকি না নিয়েই কিভ থেকে ভারতীয় দূতাবাস পড়শি রাষ্ট্র পোল্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
In view of the rapidly deteriorating security situation in Ukraine, including attacks in the western parts of the country, it has been decided that the Indian Embassy in Ukraine will be temporarily relocated in Poland.
— Arindam Bagchi (@MEAIndia) March 13, 2022
Press Release➡️ https://t.co/tVkxNSDJmN
রবিবার একটি টুইট করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, যুদ্ধপরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি কতটা গুরুতর তা বুঝিয়ে অরিন্দম লেখেন, ‘ইউক্রেনে পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বিশেষ করে দেশের পশ্চিমাংশে হামলা ক্রমেই বাড়ছে। তাই আপাতত ইউক্রেনের ভারতীয় দূতাবাসকে সাময়িক ভাবে পোল্যান্ডে স্থানান্তরিত করা হবে বলে ঠিক করা হয়েছে।’
প্রসঙ্গত, ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কেই উদ্ধার করে দেশে ফেরানো হয়েছে বলে এর আগে জানিয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ফলে এখন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আর কোনও ভারতীয় নেই বলে অনুমান। এই অবস্থায় ভারত আর অকারণে ঝুঁকি বাড়াতে চাইছে না। তবে কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি বদলালে তার ভিত্তিত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy