Advertisement
০২ নভেম্বর ২০২৪
hidden treasure

অনলাইনে কেনা আলমারিতে মিলল গুপ্তধন!

অনলাইন শপিং করতে আজকাল কে না ভালবাসে। তবে অনলাইন শপিং থেকে গুপ্তধন? এমনটাও হয় নাকি। বাস্তবে কিন্তু তাই ঘটেছে।

সংবাদ সংস্থা
অ্যারাড শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১০:১৭
Share: Save:
০১ ০৯
অনলাইন শপিং করতে আজকাল কে না ভালবাসে। তবে অনলাইন শপিং থেকে গুপ্তধন? এমনটাও হয় নাকি। বাস্তবে কিন্তু তাই ঘটেছে।

অনলাইন শপিং করতে আজকাল কে না ভালবাসে। তবে অনলাইন শপিং থেকে গুপ্তধন? এমনটাও হয় নাকি। বাস্তবে কিন্তু তাই ঘটেছে।

০২ ০৯
রোমানিয়ায় বছর ৩৩-এর এক যুবক একটি ছোট আলমারি কিনেছিলেন অনলাইনে, তাতেই তিনি পেয়েছেন এই গুপ্তধন।

রোমানিয়ায় বছর ৩৩-এর এক যুবক একটি ছোট আলমারি কিনেছিলেন অনলাইনে, তাতেই তিনি পেয়েছেন এই গুপ্তধন।

০৩ ০৯
সে দেশেরই অ্যারাডের এক ব্যক্তির থেকে এটি কিনেছিলেন তিনি। তাঁর নিজের চারটি সন্তান রয়েছে। পরিবারে মোট ১২ জন সদস্য।

সে দেশেরই অ্যারাডের এক ব্যক্তির থেকে এটি কিনেছিলেন তিনি। তাঁর নিজের চারটি সন্তান রয়েছে। পরিবারে মোট ১২ জন সদস্য।

০৪ ০৯
বেলজিয়ামে একটা নির্মাণ সংস্থায় কাজ করেন ওই যুবক। আলমারি কিনে বাড়িতে এনেছিলেন। হঠাত্ই সেই আলমারির ভিতরে একটা ধাতব বাক্স খুঁজে পায় তাঁর ছেলে।

বেলজিয়ামে একটা নির্মাণ সংস্থায় কাজ করেন ওই যুবক। আলমারি কিনে বাড়িতে এনেছিলেন। হঠাত্ই সেই আলমারির ভিতরে একটা ধাতব বাক্স খুঁজে পায় তাঁর ছেলে।

০৭ ০৯
আনন্দের বদলে চিন্তাই শুরু হল তাঁর। যদি বিষয়টি জানাজানি হয়ে যায়! যদি কোনও দুষ্কৃতী এসে সব কেড়ে নেয়। যদি পরিবারের ক্ষতি হয়।

আনন্দের বদলে চিন্তাই শুরু হল তাঁর। যদি বিষয়টি জানাজানি হয়ে যায়! যদি কোনও দুষ্কৃতী এসে সব কেড়ে নেয়। যদি পরিবারের ক্ষতি হয়।

০৮ ০৯
এরপর বন্ধুর সঙ্গে গিয়ে টাকার আসল মালিককে খুঁজে বের করলেন তাঁরা।

এরপর বন্ধুর সঙ্গে গিয়ে টাকার আসল মালিককে খুঁজে বের করলেন তাঁরা।

০৯ ০৯
টাকা পেয়ে ওই ব্যক্তিও যথেষ্ট কৃতজ্ঞ। তিনি প্রায় আট লক্ষ টাকা দিয়ে দেন ওই যুবককে।

টাকা পেয়ে ওই ব্যক্তিও যথেষ্ট কৃতজ্ঞ। তিনি প্রায় আট লক্ষ টাকা দিয়ে দেন ওই যুবককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE