অনলাইন শপিং করতে আজকাল কে না ভালবাসে। তবে অনলাইন শপিং থেকে গুপ্তধন? এমনটাও হয় নাকি। বাস্তবে কিন্তু তাই ঘটেছে।
রোমানিয়ায় বছর ৩৩-এর এক যুবক একটি ছোট আলমারি কিনেছিলেন অনলাইনে, তাতেই তিনি পেয়েছেন এই গুপ্তধন।
সে দেশেরই অ্যারাডের এক ব্যক্তির থেকে এটি কিনেছিলেন তিনি। তাঁর নিজের চারটি সন্তান রয়েছে। পরিবারে মোট ১২ জন সদস্য।
বেলজিয়ামে একটা নির্মাণ সংস্থায় কাজ করেন ওই যুবক। আলমারি কিনে বাড়িতে এনেছিলেন। হঠাত্ই সেই আলমারির ভিতরে একটা ধাতব বাক্স খুঁজে পায় তাঁর ছেলে।
ধাতব সেই বাক্স খুলেই পাওয়া যায় ৭৮ লক্ষ টাকা।
টাকা পেয়েই এর আসল মালিকের সন্ধান শুরু করেন ওই যুবক।
আনন্দের বদলে চিন্তাই শুরু হল তাঁর। যদি বিষয়টি জানাজানি হয়ে যায়! যদি কোনও দুষ্কৃতী এসে সব কেড়ে নেয়। যদি পরিবারের ক্ষতি হয়।
এরপর বন্ধুর সঙ্গে গিয়ে টাকার আসল মালিককে খুঁজে বের করলেন তাঁরা।
টাকা পেয়ে ওই ব্যক্তিও যথেষ্ট কৃতজ্ঞ। তিনি প্রায় আট লক্ষ টাকা দিয়ে দেন ওই যুবককে।
Or
Re-send email
Cancel
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy