Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
House of Representatives

১৫ দফা ভোটে আমেরিকার কংগ্রেসের স্পিকার হলেন ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা ম্যাকার্থি

আমেরিকার আইনসভার বিধি অনুযায়ী স্পিকার হতে গেলে ২১৮ জনের ভোট পেতেই হবে। ফলে ট্রাম্প-ঘনিষ্ঠ কট্টরপন্থী আইনপ্রণেতাদের বিরোধিতার জেরে ম্যাকার্থির নির্বাচন আটকে গিয়েছিল।

সে দিন তাঁরা ছিলেন পাশাপাশি, কেভিন ম্যাকার্থি এবং ডোনাল্ড ট্রাম্প।

সে দিন তাঁরা ছিলেন পাশাপাশি, কেভিন ম্যাকার্থি এবং ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৩:১৬
Share: Save:

৫ দিন ধরে ১৫ দফা ভোটের পরে অবশেষে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েনটেটিভসের স্পিকার নির্বাচিত হলেন রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। সেই সঙ্গেই শেষ হল আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে দীর্ঘতম স্পিকার নির্বাচন পর্ব।

গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাত থেকে হাউসের দখল ছিনিয়ে নিয়েছিল রিপাবলিকানরা। কিন্তু ম্যাকার্থির ‘পথের কাঁটা’ হয়ে ওঠেন তাঁরই দলের নেতা তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্প অনুগামীদের বাধাতেই স্পিকার নির্বাচিত হতে পারছিলেন না তিনি।

আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষের মোট সদস্য ৪৩৫ জন। এর মধ্যে রিপাবলিকানদের ২২২ এবং ডেমোক্র্যাটিক পার্টির ২১২ জন রয়েছেন। আমেরিকার আইনসভার বিধি অনুযায়ী স্পিকার হতে গেলে ২১৮ জনের ভোট পেতেই হবে। ফলে ট্রাম্প-পন্থী কট্টরপন্থী আইনপ্রণেতাদের বিরোধিতার জেরে ম্যাকার্থির নির্বাচন আটকে গিয়েছিল। অন্য দিকে, নিজেদের প্রার্থী হ্যাকিম জেফ্রিসের পেছনে এককাট্টা ছিলেন ডেমোক্র্যাটরা। এই পরিস্থিতিতে গত ৪ দিনে ১৪ দফা ভোটের ফল অমীমাংসিত ছিল। শেষ পর্যন্ত শনিবার ফ্লোরিডা হাউস মেন্বার ম্যাট গেটৎস-সহ ট্রাম্প-পন্থীদের একাংশের পরোক্ষ সহযোগিতায় নির্বাচিত হলেন ম্যাকার্থি। যদিও তাঁর আবেদন সত্ত্বেও ভোটে অংশ নেননি ৬ জন সদস্য।

অন্য বিষয়গুলি:

House of Representatives US Congress US house Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy