Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Red Japanese grapes

কত লক্ষ টাকায় বিক্রি হল ‘রুবি রোম্যান’?

ইশিকায়া পারফেকচুয়াল গভর্মেন্ট এই বিশেষ ধরনের আঙুর তৈরি করে থাকে। রুবি রোম্যান আঙুরের এক একটির ওজন হয় প্রায় ২০ গ্রামের বেশি

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
টোকিয়ো শেষ আপডেট: ১১ জুলাই ২০১৯ ১৬:৫১
Share: Save:

নাম ‘রুবি রোম্যান’। মিষ্টি রসে ভরা, মুখে দিলেও লাগবে না টক। মঙ্গলবার এই রুবি রোম্যান বিক্রি হয়েছে জাপানের বাজারে। সিজনের প্রথম বারেই তাঁর দাম উঠল ১২ মিলিয়ন ইয়েন। যা ভারতীয় মুদ্রায় সাড়ে সাত লক্ষ টাকা। গত বারো বছরে এটাই রুবি রোম্যান বা বিশেষভাবে তৈরি লাল আঙুরের সর্বোচ্চ দাম।

ইশিকায়া পারফেকচুয়াল গভর্মেন্ট এই বিশেষ ধরনের আঙুর তৈরি করে থাকে। রুবি রোম্যান আঙুরের এক একটির ওজন হয় প্রায় ২০ গ্রামের বেশি। এই আঙুরেরই একটি বাক্স বিক্রি হয়েছে ওই পরিমান দামে।

ইশিকায়া সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, তাপমাত্রা বাড়তে শুরু করলে এই আঙুরের গুনগত মান কমে যায়। সে জন্য জুলাইয়ে গরম বাড়ার আগেই প্যাকেটজাত করে ফেলা হয় রুবি রোম্যানকে। এ বছর সেপ্টেম্বরের মধ্যে প্রায় ২৬ হাজার প্যাকেট রপ্তানি করা হবে বলে আশাপ্রকাশ করেছেন ওই প্রতিনিধি।

আরও পড়ুন : ১৫টি জামা পরে কেন বিমানে চড়লেন এই ব্যক্তি?

আরও পড়ুন : আইআইটির প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন দেখে কী বললেন অস্ট্রেলিয়ার প্রফেসররা?

অন্য বিষয়গুলি:

Red Japanese grapes Japan Grapes Ruby Roman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE