এই সেই 'বিস্ময় বালক'
চেচনিয়ার রাখিম কুরায়েভ। বয়স মাত্র পাঁচ। কিন্তু তাতে কী! এই বয়সেই একের পর এক প্রেস-আপ দিয়ে একটা নয় দুটো নয়, একেবারে ছয়-ছয়টা বিশ্বরেকর্ড পকেটে পুরলো সে! এবং প্রেস-আপের সংখ্যা শুনলেও চোখ কপালে উঠে যাবে। একটানা ৩২০২টি প্রেস-আপ দিয়ে তবে ক্ষান্ত হয় রাখিম। ইতিমধ্যেই ‘ছোট শোয়ার্ৎজেনেগার’ বলে ডাকা হচ্ছে যাকে।
এর সঙ্গেই রাখিমের এই দক্ষতার বিচারক হিসেবে উপস্থিত চেচনিয়া প্রদেশের নেতা ও প্রখ্যাত ‘স্ট্রংম্যান’ রামজান কাদিরভ রাখিমকে আরও পাঁচটি রেকর্ডের বিজেতা বলে ঘোষণা করেন। সব থেকে কম সময়ে ১০০০, ২০০০ ও ৩০০০ প্রেস-আপ তার মধ্যে অন্যতম। মাত্র আড়াই ঘণ্টায় ৩২০২টি প্রেস-আপ সম্পূর্ণ করে সে!
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার পর রাখিম উপহার হিসেবে পেয়েছে একটি মার্সিডিজ, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: রুশদের ঢুকতে বাধা ইউক্রেনে
আরও পড়ুন: ক্ষুদে যাত্রীর নাম নিয়ে রসিকতা, ক্ষমা চাইল উড়ান কর্তৃপক্ষ
কিন্তু কী করে সম্ভব হল এই অদ্ভুত কীর্তি? সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে রাখিমকে এর জন্য কঠোর পরিশ্রম করতে। দেখে নিন রাখিমের সেই ভিডিয়ো:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy