Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Russia Ukraine War

Russia-Ukraine War: আলোচনা জারি ইউক্রেনের সঙ্গে, কিছু ইতিবাচক অগ্রগতিও হয়েছে বলে দাবি করলেন পুতিন

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুরাশেঙ্কোর সঙ্গে ক্রেমলিনে একটি বৈঠকের পর পুতিন বলেন, পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞা রাশিয়ার উন্নয়নে কোনও বাধার সৃষ্টি করতে পারবেন না বরং রাশিয়া আরও শক্তিশালী হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ২২:০৯
Share: Save:

মস্কো-ইউক্রেন আলোচনায় বেশ কিছুটা ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। তবে দ্বন্দ্বের সমাপ্তি তখনই হবে যখন পশ্চিমের দেশগুলি রাশিয়ার উদ্বেগকে গুরুত্ব দেবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুরাশেঙ্কোর সঙ্গে ক্রেমলিনে একটি বৈঠকের পর পুতিন বলেন, পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞা রাশিয়ার উন্নয়নে কোনও বাধার সৃষ্টি করতে পারবেন না বরং রাশিয়া আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, ‘‘কিভের সঙ্গে প্রতিদিনই আলোচনা চলছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সে সব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’

সংঘর্ষ শুরু হওয়ার পর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের দিমিত্রো কুলোবা তুরস্কে নিয়মিত আলোচনায় বসেছেন বলে রাশিয়া দাবি করেছে। এই আলোচনায় এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট পথ বেরিয়ে আসেননি। তবে ক্রেমলিনের দাবি, আলোচনা ইতিবাচক দিকেই রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মারা গিয়েছেন বহু। শুক্রবার রাশিয়া বলেছে, ইউক্রনের বিরুদ্ধে সংঘাতের অবসান তখনই ঘটবে যখন পূর্বদিকে নেটোর শক্তি বৃদ্ধি নিয়ে তাদের উদ্বেগে বিষয়ে পশ্চিমের দেশগুলি পদক্ষেপ করবে।

অন্য বিষয়গুলি:

Russia Ukraine War Russia Ukraine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE