নীলনদের তীরে খ্রিস্টের জন্মের অন্তত সাড়ে পাঁচ হাজার বছর আগে যে সভ্যতা গড়ে উঠেছিল, তার বেশির ভাগ আধুনিক যুগেও রহস্য ও বিস্ময়ে মোড়া। বিস্ময়ের অন্যতম, মমি। হাইরোগ্লিফিকের পাঠোদ্ধার করে জানা গিয়েছে মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরবর্তী জীবনে। তাই তারা শব-সংরক্ষণ করত। কিন্তু কী সেই উপায়, যাতে হাজার হাজার বছর পরেও সেই শব অবিকৃত রয়েছে, তার পুরোটা এখনও অধরা। ( ছবি: সোশ্যাল মিডিয়া )