Advertisement
২২ জানুয়ারি ২০২৫
India-USA

বাইডেনের সঙ্গে পরমাণু বিদ্যুতে সহযোগিতা নিয়ে কথা 

জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকঁর-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে হবে মোদীর। জানা যাচ্ছে, জো বাইডেন ও ইমানুয়েল মাকঁর-র সম্মানে আয়োজিত হতে চলেছে ভোজসভা।

An image of Joe Biden and PM Narendra Modi

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২৬
Share: Save:

আগামী শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন-এর। কূটনৈতিক সূত্রের খবর, দ্বিপাক্ষিক অসামরিক পরমাণু বিদ্যুৎক্ষেত্রে সহযোগিতা এই সংলাপে অগ্রাধিকার পেতে চলেছে।

জানা গিয়েছে, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)-এর সঙ্গে আমেরিকার ওয়াশিংটন হাউস ইলেকট্রিক কোম্পানি (ডব্লিউ ই সি) মধ্যে যে নতুন ছ’টি পরমাণু চুল্লি গড়ার বিষয়টি নিয়ে যে দীর্ঘ দরকষাকষি চলছে, বাইডেনের আসন্ন সফরের পরে তা ইতিবাচক গতি পাবে বলে মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের কোভাড়ায় ১১০০ মেগাওয়াট করে শক্তিসম্পন্ন ছ’টি চুল্লি বসার কথা রয়েছে। ২০০৮ সালের অক্টোবরে ভারত-আমেরিকা পরমাণু চুক্তি সই হলেও ভারতে ডব্লিউ ই সি-র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টি এখনও ঝুলে রয়েছে, ২০১০ সালে অসামরিক পরমাণু দায়বদ্ধতা বিলটি পাশ হওয়ার পর।

বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, মোদী-বাইডেন আলোচনায় উঠে আসবে ভারতে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট আমদানিতে সাম্প্রতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গ। গত মাসে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়, শুধুমাত্র বৈধ লাইসেন্স থাকলে তবেই আমদানিতে অনুমোদন দেওয়া হবে। ভারত জানিয়েছিল নিরাপত্তার স্বার্থেই সাময়িক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে ভারত-আমেরিকার দ্বিপক্ষিক বাণিজ্য সম্পর্কের যেন ক্ষতি না হয়, সেই লক্ষ্যে কথা বলবেন দুই নেতা।

জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকঁর-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে হবে মোদীর। জানা যাচ্ছে, জো বাইডেন ও ইমানুয়েল মাকঁর-র সম্মানে আয়োজিত হতে চলেছে ভোজসভা। একটি নৈশভোজ, অপরটি মধ্যাহ্নভোজ হতে পারে বলে খবর। জানা গিয়েছে, মাকরঁ ভারত থেকে ঢাকায় রওনা হচ্ছেন রবিবার।

অন্য বিষয়গুলি:

Joe Biden Narendra Modi Bilateral Issue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy