ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছবি: পিটিআই।
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি দ্রুত শান্ত করার ক্ষেত্রে একমত হলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিকস সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতা এ নিয়ে ঐকমত্য হয়েছেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ভারতীয় বিদেশসচিব বিনয় কোয়াত্রা। তিনি বলেন, ‘‘ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমন নিয়ে চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এটা সরকারি দ্বিপাক্ষিক বৈঠক ছিল না।’’
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন মোদী। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন চিনা প্রেসিডেন্ট। ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত এবং চিন সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। তার পর থেকেই তেতে রয়েছে ওই এলাকা। দু’দেশের সম্পর্কও তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমন করতে ঐকমত্য হলেন দুই রাষ্ট্রনেতা।
#WATCH | Johannesburg, South Africa | Foreign Secretary Vinay Kwatra says, "...It was a conversation with President Xi Jinping and as I said, on the sidelines of the BRICS Summit Prime Minister had interactions with other BRICS leaders. In that conversation with President Xi… pic.twitter.com/7ZKVAhSP7N
— ANI (@ANI) August 24, 2023
পূর্ব লাদাখের সীমান্ত সমস্যা মেটাতে চলতি মাসে চুশুল-মলডো সীমান্তবর্তী এলাকায় বৈঠকে বসেছিলেন দু’দেশের সেনাকর্তারা। বৈঠকে ভারতের পক্ষ থেকে তিন বছর আগেকার স্থিতাবস্থা অবিলম্বে বহাল রাখা ও ডেপসাং এবং ডেমচক থেকে চিনা সেনা পিছিয়ে যাওয়ার উপরে জোর দেওয়া হয়। জানা গিয়েছিল, বৈঠকে ডেপসাং এলাকায় চিন সেনা যে অবস্থানে ঘাঁটি গেড়ে রয়েছে সেখান থেকে পিছিয়ে যাওয়ার দাবি জানিয়েছে ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy