Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Narendra Modi

বাংলাদেশ সফরে মোদীর উপহার ১২ লক্ষ প্রতিষেধক, জল্পনা বাড়াচ্ছে মতুয়া সাক্ষাৎ

৫০তম স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও। সেই উপলক্ষেই বিশেষ উপহার। ঢাকায় নেমে বাংলা হরফে টুইটও করেন মোদী।

ঢাকার বিমানবন্দরে মোদীকে অভ্যর্ত্থনা হাসিনার।

ঢাকার বিমানবন্দরে মোদীকে অভ্যর্ত্থনা হাসিনার। পিটিআই।

সংবাদসংস্থা
ঢাকা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৩:৩৬
Share: Save:

দু’দিনের বাংলাদেশ সফর শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন পরিস্থিতির পর এই প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রীর। আর প্রথম সফরেই তিনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রধান অতিথি হিসেবে হাজির থাকছেন।

শুক্রবার, ২৬ মার্চ, বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস। এর পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীও পালন করছে বাংলাদেশ। সেই উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের উপহার ১২ লাখ কোভিড টিকা। শুক্রবার ঢাকায় এই ঘোষণা করেছেন মোদী। অবশ্য মোদীর এই বাংলাদেশ সফরে রাজনৈতিক বিশেষজ্ঞদের নজর থাকছে ওড়াকান্দিতে মতুয়া পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতপর্বেই। বাংলায় ভোট শুরুর ২৪ ঘণ্টা আগে বাংলাদেশে মতুয়া পরিবারের সঙ্গে এই সাক্ষাতে মোদীর গূঢ় রণকৌশল বলে মনে করছেন তাঁরা। যদিও বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেনের কথায়, বাংলাদেশের স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানই মোদীর দু’দিনের বাংলাদেশ সফরের মূল লক্ষ্য। এছাড়া এই দু’দিনে দু’দেশের প্রধানমন্ত্রী বেশ ক’য়েকদফা বৈঠকও করবেন।

শুক্রবার সকাল ১১টা নাগাদ ঢাকার হজরৎ শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন মোদী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সাভারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহিদদের জাতীয় স্মৃতিসৌধে যান মোদী। শ্রদ্ধা জানান শহিদদের উদ্দেশে। পরে বাংলাদেশের প্রবাসী ভারতীয়রা অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রীকে। সফর চলাকালীনই বাংলায় টুইট করে বাংলাদেশ সফরের কথা জানান প্রধামন্ত্রী। মোদী লেখেন, ‘ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে’।

শুক্রবার ঢাকা থেকে শক্তিপীঠ যশোরেশ্বরী কালী মন্দিরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে রওনা হবেন ওড়াকান্দিতে মতুয়া ধাম দর্শনে। মোদীর এই মতুয়া সাক্ষাৎ নিয়েই জল্পনা তুঙ্গে।

বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধের অতিথিদের মতামতের খাতায় মোদীর  মন্তব্য ও সাক্ষর।

বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধের অতিথিদের মতামতের খাতায় মোদীর মন্তব্য ও সাক্ষর। ছবি: টুইটার থেকে।

পশ্চিমবঙ্গে ৮ দফা বিধানসভা নির্বাচনের মতুয়ারাই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ নির্ধারক। মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ৮৪টিতে মতুয়া ভোটারের সংখ্যা ১৭ লক্ষের বেশি। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বড় সংখ্যার আসন দখলের যে দাবি বিজেপি করছে, তার অনেকটাই নির্ভর করবে এই মতুয়াদের উপর। বিশেষ করে নদিয়া এবং উত্তর ২৪ পরগণা মিলিয়ে মোট ৫০টি বিধানসভা কেন্দ্রের ৩২-৩৩টি আসনে প্রভাব ফেলবে এই মতুয়াদেরই ভোট। পশ্চিমবঙ্গে ভোট শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে সেই মতুয়াদের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের পরিবারের সঙ্গে দেখা করে মোদী সুকৌশলে পশ্চিমবঙ্গের ভোটের প্রচার করছেন বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের।

অন্য বিষয়গুলি:

Narendra Modi dhaka PM Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy