সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে রওনা দেয় বিমানটি। ফাইল ছবি
নেপালে ২২ যাত্রী-সহ মাঝআকাশে নিখোঁজ হয়ে গেল বিমান। যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয়, তিন জাপানি। সকালে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে। নেপালের পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমান। ওড়ার পর খানিক ক্ষণের মধ্যে বিমানটি রেডারের বাইরে চলে যায়। তাকে খুঁজে বার করা জন্য একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে। বিমানটি ভেঙে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
২২ বিমানযাত্রীর মধ্যে চার ভারতীয়, তিন জাপানি ছাড়াও তিন বিমানকর্মী এবং স্থানীয় বাসিন্দারা ছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় একটি সংবাদমাধ্যম জোমসোমের এক বিমান চলাচল নিয়ন্ত্রককে উদ্ধৃত করে জানাচ্ছে, তাঁরা জমসমের ঘাসার কাছে বিকট শব্দ শুনতে পান। তা থেকেই তাঁদের আশঙ্কা বিমানটি ভেঙে পড়ছে।
Nepal | The missing aircraft was hosting 4 Indian and 3 Japanese nationals. The remaining were Nepali citizens & the aircraft had 22 passengers including the crew: State Television
— ANI (@ANI) May 29, 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy