মিসিসিপির আকাশে চক্কর বিমানের। টুইটার থেকে নেওয়া।
মিসিসিপির আকাশে ঘোর ‘দুর্যোগ’-এর ঘনঘটা। প্রদেশের টুপেলো বিমানবন্দর থেকে উড়েছিল একটি নয় আসনের ছোট বিমান। মাঝ আকাশে পৌঁছেই বিমানের পাইলট হুমকি দিতে শুরু করেন, বিমান নিয়ে ভেঙে পড়বেন তিনি।
স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ টুপেলো বিমানবন্দর থেকে একটি ৯ আসনের বিমান ওড়ে। কিছু ক্ষণের মধ্যেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এ জানানো হয়, একটি দোকানের উপর ভেঙে পড়তে চলেছে বিমানটি। এর পরেই পুলিশের কাছে খবর যায়। পুলিশের তরফে যোগাযোগ করা হয় পাইলটের সঙ্গে। চালক জানান, তিনি একটি দোকানে বিমান নিয়ে ভেঙে পড়ছেন তখনই।
Currently we have a 29yr old who stole this plane & is threatening to crash it into something. Polices ,ambulances ,& fire trucks are everywhere. Everything is shutdown rn pic.twitter.com/AzebdIa3tP
— City King (@CityKing_Gank_) September 3, 2022
পাইলটের ওই দাবি শুনে পুলিশ ওই দোকান এবং তার পার্শ্ববর্তী এলাকা ফাঁকা করে দেওয়া শুরু করে। দোকানটি ফাঁকা করার পর আশেপাশের এলাকা থেকেও লোকজনকে সরিয়ে দেওয়া হয়। আকাশে তখনও ইতস্তত চক্কর কাটছে বিমানটি। ‘অল ক্লিয়ার’ সঙ্কেত না দেওয়া পর্যন্ত সবাইকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
জানা গিয়েছে, পাইলট একটি ‘বিচক্র্যাফ্ট কিং এয়ার ৯০’ বিমান নিয়ে ওড়েন। নয় আসনের বিমানটিতে রয়েছে দু’টি ইঞ্জিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy