Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Indo-Pak Relation

এক সপ্তাহে তিন বার সমন ভারতীয় উপরাষ্ট্রদূতকে, সীমান্তে আক্রমণের অভিযোগও অস্বীকার

এ নিয়ে একই সপ্তাহে মোট তিনবার ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ আনল পাকিস্তান।

সাউথ ব্লক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এই অভিযোগ সর্বৈব মিথ্যা। ফাইল চিত্র

সাউথ ব্লক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এই অভিযোগ সর্বৈব মিথ্যা। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ১৬:৩৪
Share: Save:

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব অহলুয়ালিয়াকে ফের তলব করল পাক বিদেশমন্ত্রক। পাকিস্তানের অভিযোগ, ১৫ অগস্ট নিয়ন্ত্রণরেখা ভেঙে লিপা এবং বাত্তাল অঞ্চলে গুলি চালিয়েছে ভারতীয় সেনা, যার জেরে এক পাক সেনাকর্মী ও দু’জন স্থানীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তারই প্রতিবাদ জানানোর পাশাপাশি ওই সমন পাঠানো হয়। এ নিয়ে একই সপ্তাহে মোট তিনবার ভারতের বিরুদ্ধে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ আনল পাকিস্তান।

নয়াদিল্লি যদিও সবটাই অস্বীকার করেছে। সাউথ ব্লক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এই অভিযোগ সর্বৈব মিথ্যা। তাদের দাবি, পাকিস্তানই প্রথম নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে স্বাধীনতা দিবসের সকালে। সাউথ ব্লকের অভিযোগ, দেশে যখন স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তোড়জোড় চলছে তখনই সীমান্তের ওপার থেকে বিনা প্ররোচনায় গোলাগুলি চালাতে শুরু করে পাক জওয়ানরা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে উরি এবং রাজৌরির গ্রামে উড়ে আসে পাক মর্টার এবং শেল। সেনা সূত্রে জানানো হয়েছে, পাক বাহিনীর হামলা রুখতে ভারতের দিক থেকেও শুরু হয় পাল্টা গোলা বর্ষণ। ভারতের পাল্টা হামলায় পিছু হটে পাক বাহিনী।


আরও পড়ুন: কাশ্মীর ইস্যু নিয়ে আজ সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক
আরও পড়ুন: মন্দিরের পবিত্র জলে শরীর ধুয়ে প্রবল সমালোচিত বিদেশি যুগল

ভারত অনেক দিন ধরেই জানিয়ে আসছে, ২০০৩ সালের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সে কথা পাকিস্তান স্বীকার করেনি।পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল সে দেশের সংবাদমাধ্যমে বলেন, ‘‘১৫ অগস্ট বিনা প্ররোচনায় ভারতীয় সেনার গুলিতে তিন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। এর প্রতিবাদ জানাতেই আমরা গৌরব অহলুয়ালিয়াকে ডেকে পাঠিয়েছি। নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে এই আক্রমণ শান্তি বিনষ্ট করছে। আমরা ভারতকে সতর্ক করছি। ভারত যেন নিরাপত্তারক্ষীদের কাছে সীমানা লঙ্ঘন না করার লিখিত বার্তা পৌঁছে দেয়।’’

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ নিয়ে ভারত-পাক সংঘাত চরমে পৌঁছেছে।পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসরিয়াকে আগেই নয়াদিল্লিতে ফিরিয়েছে ইসলমাবাদ। দিল্লিতে নিযুক্ত পাক হাই কমিশনার মইন উল হককেও পাঠানো হয়নি। আপাতত কূটনৈতিক বার্তা আদানপ্রদানের মাধ্যম হিসেবেই রয়েছেন গৌরব অহলুয়ালিয়াই। তাঁর ওপর চাপ সৃষ্টি করেই বার্তা দিতে চাইছে পাকিস্তান।

অন্য বিষয়গুলি:

Indo-Pak Relation Article 370 Scrapped Article 370
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE