—ছবি সংগৃহীত।
আলটপকা মন্তব্য করে অতীতে একাধিক বার নেটমাধ্যমে ‘ট্রোলড’ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে খোঁচা দিতে গিয়ে আবারও একই কাণ্ড ঘটালেন তিনি। বক্তৃতা করার সময়ে বললেন, ভারতের জনসংখ্যা ‘১ বিলিয়ন ৩০০ কোটি’। ইমরানের ভাষণের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার নিয়ে কথা বলছিলেন ইমরান। সেই সেই প্রসঙ্গে তিনি বলেন,‘‘নিউজিল্যান্ড ৪০-৫০ লক্ষ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও ১ বিলিয়ন ৩০০ কোটি জনসংখ্যার দেশ ভারতকে হারিয়ে দিয়েছে তারা।’’ প্রসঙ্গত, ভারতের বর্তমান জনসংখ্যা ১৩০ কোটির কাছাকাছি অর্থাৎ ১.৩ বিলিয়ন।
India’s population is one billion and 300 crore- Pakistani Prime Minister Imran Khan
— Shama Junejo (@ShamaJunejo) August 1, 2021
pic.twitter.com/oP0G9O9kh4
চলতি বছরের জুনেই পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ আখ্যা দিয়ে মহাফাঁপরে পড়েছিলেন ইমরান। কিছু দিন আগেই উজবেকিস্তানের একটি সভায় গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘‘উজবেকিস্তানের ইতিহাস নিয়ে উজবেকদের চেয়েও বেশি জানি আমি।’’ এই মন্তব্যের জন্যও নেটমাধ্যমে ‘ট্রোল়ড’ হয়েছিলেন ইমরান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy