নিহত আরশাদ শরিফ। — ফাইল চিত্র।
পাক সেনার কড়া সমালোচক হিসাবে পরিচিত সে দেশের সাংবাদিক আরশাদ শরিফকে গুলি করে খুন করা হয়েছে কেনিয়ায়। রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে বাঁচতে দেশ ছেড়ে কেনিয়ায় পালিয়েছিলেন শরিফ। সোমবার তাঁর মৃত্যুর কথা জানিয়েছেন শরিফের স্ত্রী জাভেরিয়া সিদ্দিক।
জাভেরিয়া টুইট করেছেন, ‘‘আমি আজ এক বন্ধু, স্বামী এবং প্রিয় সাংবাদিককে হারালাম। পুলিশের রিপোর্ট অনুযায়ী, তাকে কেনিয়ায় গুলি করে খুন করা হয়েছে।’’ পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শরিফ পাক সেনাবাহিনীর কড়া সমালোচক হিসাবেই পরিচিত ছিলেন। তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক ছিলেন।
I lost friend, husband and my favourite journalist @arsched today, as per police he was shot in Kenya.
— Javeria Siddique (@javerias) October 24, 2022
Respect our privacy and in the name of breaking pls don't share our family pics, personal details and his last pictures from hospital.
Remember us in ur prayers. pic.twitter.com/wP1BJxqP5e
পাকিস্তানে টিভি চ্যানেল এআরওয়াই-এর সঙ্গে যুক্ত ছিলেন শরিফ। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, গত অগস্ট মাসে শরিফ ওই চ্যানেলের প্রতিনিধি হিসাবে সাক্ষাৎকার নিয়েছিলেন বিরোধী নেতা শাহবাজ গিলের। সেই সাক্ষাৎকারে গিল জানিয়েছিলেন, ‘সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে’ যায় এমন নির্দেশ মানা উচিত নয় বাহিনীর জুনিয়র অফিসারদের। এর জেরে ধাক্কার মুখে পড়ে এআরওয়াই নামে ওই টিভি চ্যানেলটি। তা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। শরিফের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতার পরোয়ানাও। এর পরই দেশ ছেড়েছিলেন তিনি। এআরওয়াই নামে ওই টিভি চ্যানেলটি পরে জানিয়ে দেয়, তারা শরিফের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে। শরিফ-হত্যার বিষয়টি খতিয়ে দেখছে কেনিয়া পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy