Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bangladesh Protest

ছন্দে ফেরার চেষ্টা পদ্মাপারে, কার্ফু আংশিক শিথিল হতেই ঢাকায় খুলল অফিস, এখনও রাজপথে ভারী বুটের টহল

শুক্রবার রাত থেকে গোটা বাংলাদেশে কার্ফু। নামানো হয়েছে সেনা। রবিবার থেকে টানা তিন দিন সাধারণ ছুটি। তার পর মঙ্গলবার ঢাকায় সীমিত সময়ের জন্য খুলল অফিস।

Offices of factories of Dhaka partially resumes on Wednesday as Curfew relaxed for 7 hours in 4 districts including Dhaka

ছন্দে ফিরতে শুরু করেছে বাংলাদেশ। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৪ ১৩:৪৪
Share: Save:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পর সোমবারই শেখ হাসিনার সরকার কোটা সংস্কার নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। চলতে থাকা কার্ফু আংশিক শিথিল করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি বাংলা সূত্রে খবর, বুধবার ঢাকা-সহ চার জেলায় সাত ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে কার্ফু। অল্প সময়ের জন্য হলেও খোলা হয়েছে অফিস-কাছারি। বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসগুলি চার ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। খুলেছে পোশাক কারখানা। বিভিন্ন ব্যাঙ্কগুলিকেও সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

কয়েক দিনের সহিংস আন্দোলনের পর বুধবার কার্ফু আংশিক শিথিল হতেই রাস্তাঘাটে গাড়ি চলাচলও শুরু হয়েছে। ঢাকার রাজপথেও গাড়ির সংখ্যা বেড়েছে বলে বিবিসি বাংলা সূত্রে খবর। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসার পরিস্থিতিতে শুক্রবার রাত থেকে গোটা বাংলাদেশে কার্ফু জারি করা হয়েছিল। মাঝে অবশ্য নির্দিষ্ট সময়ের জন্য তা শিথিল করা হয়েছিল। তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার। সেই ছুটি আর নতুন করে বাড়ানো হয়নি। এরই মধ্যে বুধবার চার ঘণ্টার জন্য অফিস-কাছারি খুলল ঢাকা-সহ চার জেলায়। বন্ধ থাকা ইন্টারনেট পরিষেবাও পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে মঙ্গলবার থেকে।

কার্ফু শিথিল থাকাকালীন অফিস, কারাখানা খুললেও পদ্মাপারের রাস্তায় এখনও টহল দিচ্ছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, গত কয়েক দিনের হিংসায় বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত মোট ৮০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১৬৮ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

অন্য বিষয়গুলি:

Bangladesh Protest Bangladesh dhaka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy