পাক গায়িকার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিতর্ক শুরু হয়েছে। ছবি সৌজন্য টুইটার।
পাকিস্তানের একটি কলেজের অনুষ্ঠানে খোলা মঞ্চে হিপহপ গানে মহিলার ‘অশ্লীল’ নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সেখানে। কেন এই ধরনের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হল, তা নিয়ে কলেজের কাছে জবাব চেয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন অনুযায়ী তিন দিনের ‘হুনর মেলা’ অনুষ্ঠান উপলক্ষে পেশোয়ারের এনসিএস ইউনিভার্সিটিতে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছিল থার্টিন ইভেন্ট প্ল্যানার্স নামে এক আয়োজক সংস্থা। সেখানে আঁটসাঁট পোশাক পরে এক মহিলা গায়ক এসেছিলেন। খোলা মঞ্চে তিনি হিপহপ গান করছিলেন, আর তালে তালে নাচছিলেন।
Pakistan: Khyber Medical University issues notice to NCS University System, Peshawar, warns of de-affiliation after this dance video from NCS goes viral 🤩 pic.twitter.com/MYd5P57gyN
— Sonam Mahajan (@AsYouNotWish) October 21, 2022
সেই অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে খাইবার মেডিক্যাল ইউনিভার্সিটি (কেএমইউ)। ভিডিয়ো দেখার পর সেই নাচ এবং গানকে ‘অশ্লীল’ বলে ব্যাখ্যা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পরই এনসিএস ইউনিভার্সিটির কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠিয়েছে কেএমইউ।
ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই সমালোচনার ঝড় ওঠে। কলেজ কর্তপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জোরালো হয়। শিক্ষা মহলেও এই অনুষ্ঠান নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে ক্রমাগত চাপ বাড়তে থাকায় শেষমেশ কলেজ কর্তৃপক্ষকে নোটিস পাঠায় কেএমইউ। একই সঙ্গে হুঁশিয়ারি দেয়, আগামী দিনে এ ধরনের কোনও অনুষ্ঠান হলে কলেজের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy