Advertisement
১৫ জানুয়ারি ২০২৫

ক্ষেপণাস্ত্র নিয়ে কোরিয়ার হুমকি ওড়ালেন ট্রাম্প

হুমকিকে পাত্তাই দিলেন না। দু’দিন আগে উত্তর কোরিয়ার একনায়ক কিম জঙ উন জানিয়েছিলেন, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইবিএম)-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য তৈরি তাঁর দেশ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০১:৫৫
Share: Save:

হুমকিকে পাত্তাই দিলেন না।

দু’দিন আগে উত্তর কোরিয়ার একনায়ক কিম জঙ উন জানিয়েছিলেন, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইবিএম)-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য তৈরি তাঁর দেশ। বার্তাটি আসলে দেওয়া হয়েছিল আমেরিকাকে, যারা একের পর এক পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য গত ছ’বছর ধরে উত্তর কোরিয়ার উপর নানা নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। আজ মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সেই সতর্কবার্তাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘‘এ রকম কিছু হবে না!’’ টুইটে ট্রাম্প বলেছেন, ‘‘উত্তর কোরিয়া দাবি করেছে, আমেরিকায় পৌঁছে যেতে পারে এই রকম ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র বানাতে তারা প্রস্তুত। আসলে কিন্তু এ রকম কিছুই হবে না।’’ তবে এই বক্তব্যের আসল মানে কী, তা স্পষ্ট হয়নি। ট্রাম্প কি বলতে চেয়েছেন যে, উত্তর কোরিয়ার এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানানোর ক্ষমতা নেই? নাকি তাঁর পাল্টা হুমকি, কিম জঙ এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলে আমেরিকাও ছেড়ে কথা বলবে না!

উত্তর কোরিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অবশ্য চিনের প্রসঙ্গও টেনে এনেছেন ট্রাম্প। বলেছেন, ‘‘একপেশে বাণিজ্যের মাধ্যমে চিন প্রতি বছর আমাদের দেশ থেকে বিপুল সম্পদ নিয়ে গিয়ে নিজেদের ভাণ্ডারে ভরে। কিন্তু উত্তর কোরিয়ার ব্যাপারে তাদের কাছ থেকে কোনও সাহায্য আশা করা যায় না।’’ ট্রাম্পের টুইটের উত্তরে এখনও মুখ খোলেননি কিম। তবে আন্তর্জাতিক নীতি বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের শপথগ্রহণের দিন, মানে ২০ জানুয়ারি, উত্তর কোরিয়া আইবিএম-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ফেললে, আশ্চর্য হওয়ার কিছু নেই!

অন্য বিষয়গুলি:

Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy