সোমবার থেকেই শুরু হল হজ যাত্রার জন্য ‘হজ এক্সপো ২০২৩’। ফাইল ছবি।
অতিমারির সময়ে রাশ টানা হয়েছিল হজযাত্রীদের সংখ্যায়। তবে ২০২৩ সালে আর সেই কড়াকড়ি থাকছে না বলে জানাল সৌদি আরবের হজমন্ত্রক। একটি টুইট করে তারা জানিয়েছে, এবার হজে পুণ্যার্থীদের সংখ্যা হবে আতিমারির আগের মতই। পুণ্যার্থী সমাগমে আর অতিরিক্ত লাগাম টানবে না প্রশাসন।
During the opening of #Hajj_Expo 2023, H.E. Minister of Hajj and Umrah Dr. Tawfiq AlRabiah announces:
— Ministry of Hajj and Umrah (@MoHU_En) January 9, 2023
“Number of Hajj pilgrims in 1444H will return to how it was before the Coronavirus pandemic without age restrictions.”#Makkah_and_Madinah_Eagerly_Await_You pic.twitter.com/IZaPNqapIV
আরবের হজ এবং উমরা মন্ত্রী তৌফিক আইরাবিয়া জানিয়েছেন, হজযাত্রীদের সংখ্যায় তো লাগাম টানা হবেই না। বয়সেরও কোনও সীমারেখা থাকছে না। তবে হজযাত্রার জন্য রেজিস্ট্রেশনের আগে তৌফিক জানিয়েছেন, যারা একবারও হজে আসেননি তাঁদের আগে অনুমতি দেওয়া হবে। তার পরে সুযোগ পাবেন বাকিরা।
সোমবার থেকেই শুরু হল হজ যাত্রার জন্য ‘হজ এক্সপো ২০২৩’। তার উদ্বোধনেই হজ মন্ত্রী পুণ্যার্থীদের উদ্দেশে বলেন, হজ আবার সেই পুরনো মেজাজে ফিরতে চলেছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমন ছড়ানোর আগে যে ভাবে হজ করতেন মানুষ এ বারও সেই একই রূপে দেখা যাবে মক্কা মদিনাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy