পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থাভোটের দাবি তুলেছিলেন। একবার তা বাতিল হলেও, সে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে অনাস্থা ভোটের নিয়তিকে খন্ডাতে পারলেন না ইমরান। শনিবার রাতে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৭৪টি ভোট পড়ল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বিরুদ্ধে। আর এর ফলে নিয়ম মেনেই পতন হল ইমরান সরকারের।
পাকিস্তানের জন্মলগ্ন থেকে কোনও প্রধানমন্ত্রীই নিজেদের পাঁচ বছরের পূর্ণ মেয়াদ সমাপ্ত করেননি। কখনও খুন হয়ে, আবার কখনও প্রেসিডেন্টের সঙ্গে বনিবনা না হওয়ায় গদি ছাড়তে হয়েছে পাক প্রধানমন্ত্রীদের। পাক রাজনীতিরধারা বজায় রেখে পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারলেন না ইমরানও। তবে ইমরানই প্রথম পাক প্রধানমন্ত্রী, যিনি বিরোধীদের ডাকা অনাস্থা ভোটের মুখে পড়ে গদিচ্যুত হলেন।