Advertisement
E-Paper

রাজধানীতে এসে থমকে গেল ট্রাম্পের বিজয়রথ, প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে প্রথম জিতলেন নিক্কি

রবিবার ওয়াশিংটনে রিপাবলিকান প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিক্কি। ওয়াশিংটন ডেমোক্র্যাটদের ‘ঘাঁটি’ হিসাবেই পরিচিত। সেখানে নিক্কি পেলেন ৬৩ শতাংশ ভোট।

Nikki Haley wins over Donald Trump first time in Republican presidential primary

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ০৯:৫৬
Share
Save

পর পর জয় পাচ্ছিলেন। তবে রাজধানীতে এসে থমকে গেল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়রথ। প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে প্রথম বার জয় পেলেন নিক্কি হ্যালে। রিপাবলিকান দলে ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ তিনিই।

রবিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাতে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন নিক্কি। ওয়াশিংটন কট্টর ডেমোক্র্যাট পন্থীদের শহর। সেখানে রিপাবলিকানের সংখ্যা সামান্যই। সিএনএনের পরিসংখ্যান বলছে, ওয়াশিংটনে খাতায়কলমে নথিভুক্ত রিপাবলিকানের সংখ্যা মাত্র ২২ হাজার।

সেই ওয়াশিংটনে ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী নিক্কি ৬৩ শতাংশ ভোটে জয় পেয়েছেন। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ওয়াশিংটন থেকে ট্রাম্পের বিরুদ্ধে ৯২ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের অতীতেও খুব বেশি ভোট দেয়নি রাজধানী শহর।

রবিবার ওয়াশিংটনের ফলাফল প্রকাশ্যে আসার পর আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীর লড়াই কিছুটা হলেও জমে গিয়েছে বলে মনে করছেন কেউ কেউ। কারণ, সামনে রয়েছে ‘সুপার’ মঙ্গলবার। রিপাবলিকান প্রাইমারির নিরিখে এই দিনটির তাৎপর্য গুরুত্বপূর্ণ। আমেরিকার ১৫টি প্রদেশে একসঙ্গে ভোট হবে মঙ্গলবার। ট্রাম্প না নিক্কি, ওই ১৫ প্রদেশ কার পক্ষে রায় দেয়, তা ঠিক করে দেবে আগামী নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেনের বিপরীতে কে ভোটে দাঁড়াবেন। সেই ‘সুপার’ মঙ্গলবারের এক দিন আগে ওয়াশিংটনের মতো কেন্দ্র থেকে জয় পেয়ে নিক্কির আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়ল বলে মনে করা হচ্ছে। ১৫ প্রদেশের নির্বাচনে রবিবারের ফল কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।

আগামী নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ডেমোক্রেটিক দলের তরফে ভোটে দাঁড়াবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর প্রতিপক্ষ হিসাবে রিপাবলিকান তরফ থেকে কে লড়াইয়ে শামিল হবেন, তার ভোটাভুটি চলছে। এ ক্ষেত্রে ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ নিক্কি। শনিবার মিশিগান, মিসৌরি এবং ইডাহো প্রদেশে নিক্কিকে হারিয়ে দিয়েছেন ট্রাম্প। তার আগে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা, দক্ষিণ ক্যারোলিনার মতো প্রদেশেও জয় পেয়েছেন ট্রাম্প। আটকে গেলেন ওয়াশিংটনেই।

US PRESIDENTIAL ELECTION Donald Trump Nikki Haley Washington DC

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}