নেপালের প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা। ফাইল চিত্র।
নেপালের সাধারণ নির্বাচনে জয়ের পথে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের ২৭৫টি আসনের মধ্যে প্রত্যক্ষ নির্বাচন হয়েছে ১৬৫টিতে। এর ১০১টির ফল ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবার নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৮টি।
নেপালি কংগ্রেস ছাড়াও ক্ষমতাসীন জোটে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড এবং বাবুরাম ভট্টরাইয়ের মাওয়িস্ট সেন্টার রয়েছে। রয়েছে দলছুট কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল) নেতা তথা আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী মাধবকুমার নেপালের গড়া নয়া দল ইউনিফায়েড সোশ্যালিস্ট-সহ আরও কিছু ছোট দল।
দেউবা-প্রচণ্ড-মাধবদের বিরোধী জোটে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউএমএল) এবং তার সহযোগী তরাই অঞ্চলের মধেশীয় জনগোষ্ঠীর নেতা উপেন্দ্র যাদবের জনতা সমাজবাদী পার্টি। ওলির জোটের পিছনে চিনের মদত রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। প্রধানমন্ত্রী দেউবা ইতিমধ্যেই তাঁর ধানকুটা আসন থেকে জয়ী হয়েছেন। ঝাপার একটি আসনে এগিয়ে রয়েছেন ওলিও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy