ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। ছবি টুইটার।
নেপালে যাত্রিবাহী বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই বিমানে ৫ ভারতীয় ছিলেন। তাঁদের অবস্থা সম্পর্কে এখনও জানা যায়নি। সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন ইয়েতি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
রবিবার নেপালে পোখরা বিমানবন্দরে অবতরণের ঠিক আগের মুহূর্তে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২ যাত্রিবাহী বিমান। উড়ানে ৬৮ জন যাত্রী ছিলেন। সেই সঙ্গে আরও ৪ জন ক্রু সদস্য ছিলেন। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
ওই বিমানে ছিলেন ৫ ভারতীয়। তাঁদের নাম প্রকাশ করেছে ইয়েতি এয়ারলাইন্স। ওই ৫ ভারতীয় হলেন, অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল ও সঞ্জয় জয়সওয়াল। তবে তাঁরা জীবিত রয়েছেন কি না, সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
নেপালে ভারতীয় দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। কাঠমান্ডুতে হেল্পলাইন নম্বরটি হল +৯৭৭-৯৮৫১১০৭০২১ (শ্রী দিবাকর শর্মা), পোখরায় হেল্পলাইন নম্বরটি হল +৯৭৭-৯৮৫৬০৩৭৬৯৯ (লেফট্যানেন্ট কর্নেল শশাঙ্ক ত্রিপাঠী)। স্থানীয় প্রশাসনের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।
An ATR-72 plane of Yeti Airlines crashed today near the Pokhara Airport while flying from Kathmandu. According to the info provided by Civil Aviation Authority of Nepal, 5 Indians were travelling on this flight. Rescue operations are underway. pic.twitter.com/rkLC3QbStn
— IndiaInNepal (@IndiaInNepal) January 15, 2023
অবতরণের ১০ সেকেন্ড আগে বিমানটি ভেঙে পড়ে। পিটিআই সূত্রে খবর, বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে নেপাল সরকার। সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy