করমর্দনের মুহূর্ত। ছবি: এপি।
তাঁরা হাত মেলালেন। সামান্য কিছু বাক্যালাপও হল তাঁদের মধ্যে। তবে ওই পর্যন্তই। তাঁরা ভারত এবং পাকিস্তান দু’দেশের রাষ্ট্রপ্রধান— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, পুরোটাই সৌজন্যমূলক। কী কথা হয়েছে তা অবশ্য জানা যায়নি। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কোনও সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।
অকুস্থল চিনের কিনদাওতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত মেলাতে দেখা গেল পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেনের সঙ্গে। আটটি রাষ্ট্রের চুক্তিতে স্বাক্ষর করার সময় দুই দেশের দুই শীর্ষনেতা একে অপরের সঙ্গে হাত মেলান।
সাম্প্রতিক সময় ক্রমেই তলানিতে ঠেকেছে প্রতিবেশী দু’দেশের সম্পর্ক। সীমান্ত সংঘাত থেকে শুরু করে জঙ্গি মদত— একাধিক বিষয়ে নয়াদিল্লি এবং ইসলামাবাদ একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে বার বার।
আরও পড়ুন: চাল নেবে চিন, দেবে জল-তথ্য, মোদী-শি বন্ধুত্বের নয়া বার্তা
এখানেই শনিবার চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদী। তার পর আর পাক প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন। যে দু’টি ঘটনাই কূটনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: ফের সেই হ্যান্ডশেক! ট্রাম্পের হাতে আঙুলের ছাপ বসিয়ে দিলেন মাকরঁ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy