বাংলাদেশে শুক্রবার গঠিত হতে চলেছে নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই দল গড়ে উঠছে। বৃহস্পতিবার ঢাকায় একটি বৈঠকের পর দলের নাম চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, নতুন দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’। এই দলের আহ্বায়ক হিসাবে নাহিদ ইসলামের নাম আগেই চূড়ান্ত হয়েছিল। এ ছাড়া আরও চারটি পদে কারা থাকবেন, তা ঠিক হয়েছে বৈঠকে। তবে সূত্রের খবর, এখনও দু’টি পদ নিয়ে জল্পনা রয়েছে। এই দুই পদে কারা দায়িত্ব পাবেন, এখনও চূড়ান্ত হয়নি।
নতুন দলের দায়িত্ব বণ্টন নিয়ে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়েছে বৃহস্পতিবার। এই বৈঠকে যাঁরা ছিলেন, প্রথম আলো-কে তাঁরাই জানিয়েছেন, নাহিদ পূর্বঘোষণা মতো নতুন দলের আহ্বায়ক পদে থাকছেন। এ ছাড়া দলের সদস্যসচিব হচ্ছেন আখতার হোসেন। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আবদুল্লাকে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন সারজিস আলম। দলের মুখ্য সমন্বয়কের পদ দেওয়া হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে।
আরও পড়ুন:
বাংলাদেশের নতুন রাজনৈতিক দলে আরও দু’টি পদ থাকবে বলে আগেই জানা গিয়েছিল। ওই দুই পদের নাম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব। এই দুই পদের জন্যই একাধিক দাবিদার রয়েছেন। তাই এখনও শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি। শুক্রবারের মধ্যে অবশ্য দুই পদে দায়িত্বপ্রাপ্তদের নাম চূড়ান্ত করতে হবে। শুক্রবার বিকেলে ঢাকায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা। মনে করা হচ্ছে, সেই মঞ্চ থেকেই দলের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হবে। দলের কোন পদে কে দায়িত্ব পেলেন, তা-ও শুক্রবার জানানো হবে।
বাংলাদেশের অপর রাজনৈতিক দল বিএনপি আগেই দাবি করেছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। সেই সূত্র ধরে অনেকে দাবি করেছেন, নাহিদদের দলটির নেপথ্যেও তিনি রয়েছেন। কিন্তু এই দলের সঙ্গে এখনও ইউনূসের স্পষ্ট কোনও যোগ প্রকাশ্যে আসেনি। দলে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন নাহিদ। বাংলাদেশে নতুন দলের পাশাপাশি নতুন ছাত্র সংগঠনও তৈরি হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে যাঁরা বড় ভূমিকা নিয়েছিলেন, তাঁরা এই সংগঠনেও থাকছেন। তবে নতুন দলের সঙ্গে ছাত্র সংগঠনের যোগ নেই বলে দাবি করা হয়েছে।