আবার কর্মী ছাঁটাই শুরু হল টুইটারে। ফাইল চিত্র।
মাস কয়েকের বিরতির পরে আবার কর্মী ছাঁটাই শুরু হল টুইটারে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে, ইতিমধ্যেই অন্তত ২০০ জনের চাকরি গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েক জন উচ্চপদস্থ প্রযুক্তিবিদ, ডেটা বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ার। যদিও টুইটার কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু ঘোষণা করেননি।
টুইটারে মালিকানা হাতে আসার পর থেকেই ইলন মাস্ক অনবরত সংস্থার অভ্যন্তরীণ বদল ঘটিয়ে চলেছেন। গত নভেম্বরে কয়েক সপ্তাহের মধ্যেই টুইটার সংস্থার দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করে ফেলেছিলেন তিনি। ব্লুমবার্গের তরফে গত বছরের শেষে দাবি করা হয়েছিল, আবার মাইক্রো-ব্লগিং সাইটটির কর্তৃপক্ষ ছাঁটাইয়ের পথে হাঁটতে পারেন।
কিছু দিন আগেই মাস্ক বার্তা দিয়েছিলেন, আপাতত তাঁরা আর ছাঁটাইয়ের পথে হাঁটবেন না। গত এক বছরে টুইটারের আয় ৪০ শতাংশেরও বেশি কমেছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের দাবি। এই পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে সংস্থাকে আবার কর্মী সঙ্কোচনের পথে হাঁটতে হচ্ছে বলে আমেরিকার সংবাদমাধ্যমের একাংশের মত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy