মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা হল। — ফাইল ছবি।
গোটা বিশ্বে ক্রমশ বাড়ছে মাঙ্কি পক্স সংক্রমণ। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা হল।
বৃহস্পতিবারই মাঙ্কি পক্স বিশেষজ্ঞেরা একটি বৈঠকে বসেন। এই সংক্রমণ নিয়ে বিশ্বে জরুরি অবস্থা জারি করার সময় এসেছে কি না, তা নিয়ে আলোচনা করেন। আলোচনার পরেই হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাসকে জরুরি অবস্থা নিয়ে পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। তার পরেই শনিবার এই সিদ্ধান্ত।
এর আগে কোভিড-১৯ সংক্রমণ, ২০১৬ সালে দক্ষিণ আমেরিকায় জিকা ভাইরাস সংক্রমণ, ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণের সময়েও একই সিদ্ধান্ত নিয়েছিল হু। প্রসঙ্গত, শনিবার কানাডার পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে, সে দেশে এখনও পর্যন্ত ৬৮১ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন।
"There is also a clear risk of further international spread, although the risk of interference with international traffic remains low for the moment."-@DrTedros #monkeypox https://t.co/m3Pa6QwK8a
— World Health Organization (WHO) (@WHO) July 23, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy