প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে শুভেচ্ছার ফুল পৌঁছে গেল সাতসকালেই।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে শনিবার সকালেই টুইট করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘‘বাংলাদেশের প্রতিটি মানুষকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দু’দেশের দীর্ঘ দিনের সম্পর্ককে মনে রেখে আমি আত্মবিশ্বাসী সেই সম্পর্ক আগামী দিনে আরও আরও জোরালো হয়ে উঠবে।’’
আরও পড়ুন- বাংলাদেশের হবু রাষ্ট্রপতি সুরেন্দ্রকুমার?
টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লিখেছেন, ‘‘আমার বাংলাদেশি ভাই ও বোনেদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা। জয় বাংলা! জয় হিন্দ!’’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশের ৪৫তম স্বাধীনতা দিবসে সকলের কাছে আর্জি জানাই, আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে বসানোর প্রয়াসে সামিল হই।’’
সকালে ঢাকায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy