ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি।
চিনের হুনান প্রদেশের বহুতলে ভয়াবহ আগুন লাগল শুক্রবার দুপুরে। চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রের খবর, হুনান প্রদেশের রাজধানী চাংশা শহরের একটি বহুতলে আগুন লাগে। যদিও এই ঘটনায় হতাহতের সংখ্যা কত, তা জানা যায়নি।
ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বহুতলটি দাউদাউ করে জ্বলছে। আগুনের শিখা প্রায় গোটা বহুতলটিকে গ্রাস করে নিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। এমনকি শহরবাসীরাই জানাচ্ছেন, শহরের বাইরে থেকেও সেই ধোঁয়া দেখা যাচ্ছে।
চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রেই জানা যাচ্ছে, বহুতলটিতে চিনের একটি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার দফতর রয়েছে। কিন্তু সেখানকার দমকল বাহিনীর সূত্রে দাবি করা হয়েছে, ওই দফতরের আর কিছুই অবশিষ্ট থাকবে না। তবে ঠিক কী থেকে ওই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।
This afternoon, the building of China Telecom building in Changsha长沙caught fire, no casualties reported yet, stay safe everyone! 🙏 pic.twitter.com/QNnezk2Mxk
— China in Pictures (@tongbingxue) September 16, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy