Lost 'ghost ship' returns back by Bomb cyclone in Ireland dgtl
International news
বহু দিন আগে হারিয়ে যাওয়া এই জাহাজ পাড়ে ভাসিয়ে আনল ‘বম্ব সাইক্লোন’!
যেন ভৌতিক কাণ্ড! গত দু’বছর ধরে জাহাজটার কোনও খোঁজই ছিল না। সমুদ্রের অতলে হারিয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল, হঠাৎ জলজ্যান্ত সেই জাহাজ এসে হাজির!
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
যেন ভৌতিক কাণ্ড! গত দু’বছর ধরে জাহাজটার কোনও খোঁজই ছিল না। সমুদ্রের অতলে হারিয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল, হঠাৎ জলজ্যান্ত সেই জাহাজ এসে হাজির!
০২১৩
দু’বছর আগে হারিয়ে যাওয়া একটা জাহাজ হঠাৎই এসে হাজির হল আয়ারল্যান্ডে। ভেঙেচুরে গিয়েছে তার অনেকটা অংশই, ভিতরে কোনও লোকজনের চিহ্ন নেই।
০৩১৩
জাহাজটির নাম এমভি অল্টা। এই মুহূর্তে সেটা অবশ্য ‘গোস্ট শিপ’ বলেই সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।
০৪১৩
১৯৭৬ সালে তৈরি হয়েছিল ৭৭ মিটার লম্বা এমভি অল্টা নামের এই জাহাজ।
০৫১৩
২০১৮ সালে গ্রিস থেকে হাইতির উদ্দেশে রওনা দিয়েছিল এই জাহাজটা। কিন্তু বারমুডার দক্ষিণ-পূর্বে এক হাজার ৩০৮ মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটি খারাপ হয়ে যায়।
০৬১৩
তারপর তা আর মেরামত করা যায়নি। তখন থেকে ফাঁকা জাহাজটা সেখানেই রয়ে গিয়েছিল।
০৭১৩
জাহাজে বন্দি থাকা ক্রু মেম্বারদের ২০ দিন পর উদ্ধার করে পুয়ের্তো রিকো-তে নিয়ে যায় আমেরিকা কোস্ট গার্ড।
০৮১৩
ঠিক ছিল অন্য একটা জাহাজ দিয়ে অল্টাকে টেনে তীরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু ঢেউ এবং বায়ুপ্রবাহ ক্রমে তাকে অতলান্তিকের গভীরে ভাসিয়ে নিয়ে যায়।
০৯১৩
এর পর থেকে আর কোনও খোঁজ মেলেনি অল্টার। মনে করা হয়েছিল যে অতলান্তিকে ডুবে গিয়েছে জাহাজটা।
১০১৩
তবে ২০১৯ সালে সেপ্টেম্বরে একবার দেখা মিলেছিল জাহাজটার। রয়্যাল নেভি আইস পেট্রল শিপ জাহাজটাকে দেখতে পেয়েছিল। এইভাবে ভাসতে ভাসতে সেটা তখন পৌঁছে গিয়েছিল ইউরোপের কাছাকাছি।
১১১৩
সম্প্রতি ব্রিটেন এবং আয়ারল্যান্ডের উপর দিয়ে বয়ে যাওয়া বম্ব সাইক্লোন জাহাজটাকে এক ধাক্কায় তীরে পৌঁছে দিয়েছে।
১২১৩
এত বছর পর সেই এমভি অল্টা-কে দেখতে পেরে উচ্ছ্বসিত আইরিশ কোস্ট গার্ড। দীর্ঘদিন সমুদ্রে ভাসমান অবস্থায় থাকার কারণে জাহাজের অংশগুলো যথেষ্ট ভঙ্গুর হয়ে গিয়েছে।
১৩১৩
সে কারণে কোনওরকম দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে জাহাজের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে আইরিশ প্রসাশন তরফে।