List of countries having minimum number of covid patients dgtl
coronavirus
কোথাও আক্রান্ত নেই তো কোথাও মৃত্যু শূন্য, করোনার বিরুদ্ধে যুদ্ধে অনেক এগিয়ে এই সব দেশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখনও পর্যন্ত মোট ১৭ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৯০৮ জনের শরীরে বাসা বেঁধেছে কোভিড-১৯।
নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লিশেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১৬:৫১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখনও পর্যন্ত মোট ১৭ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৯০৮ জনের শরীরে বাসা বেঁধেছে কোভিড-১৯। তাঁদের মধ্যে আবার ৩৬ লাখ ৯৮ হাজার ৬২১ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। এই অতিমারির বিরুদ্ধে লড়ে চলেছে বিশ্বের প্রতিটি দেশ। কিছু কিছু দেশ সেই লড়াইয়ে সাফল্য পেয়েছে। ভারতের মতো অনেক দেশই জয় থেকে এখনও অনেক দূরে। দেখে নিন কোন কোন দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই জয়ের কাছে পৌঁছে গিয়েছে।
০২১৮
ইজরায়েল অনেক আগেই করোনামুক্ত বলে ঘোষিত হয়েছে। মূলত দেশের প্রতিটি নাগরিককে প্রতিষেধক দিয়েই এই অসাধ্য সাধন করে ফেলেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন মাত্র ২৪ জন। তার আগের ২৪ ঘণ্টায় একজনও আক্রান্ত হননি সে দেশে। কোভিডে মৃত্যুও সেখানে উল্লেখযোগ্য ভাবে কম। তবে করোনামুক্ত হওয়ার আগে পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছিল ৮ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার জনের।
০৩১৮
ইজরায়েলের পথে হেঁটে আরও বেশ কিছু দেশ নিজেদের করোনামুক্ত করতে সমর্থ হয়েছে বা তার দোরগোড়ায় দাঁড়িয়ে। অন্তত গত ২৪ ঘণ্টায় সে সমস্ত দেশে একটিও সংক্রমণ হয়নি। হলেও সেই সংখ্যা খুবই নগণ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য দেখে এমনটাই মনে করা হচ্ছে।
০৪১৮
বেলজিয়ামে মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৬ হাজার ৯৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় সে দেশে সংক্রমিত হয়েছেন মাত্র ২ জন এবং মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। তার আগের ২৪ ঘণ্টায় এক জনও আক্রান্ত হননি ইউরোপের এই দেশে।
০৫১৮
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৪১ হাজার ৮০১ জন আক্রান্ত হয়েছেন এই দেশে। প্রাণ গিয়েছে ৭ হাজার ৩২১ জনের। কাজাখস্তানেও গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। কোভিডের জেরে কারও মৃত্যুও হয়নি সেখানে।
০৬১৮
একই ছবি দেখা গিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে। সেখানেও গত ২৪ ঘণ্টায় কেউ সংক্রমিত হননি। করোনার জেরে মৃত্যুও হয়নি কারও। এই দেশে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৮৬৫ জন এবং প্রাণ গিয়েছে ২০ হাজার ৬৮১ জনের।
০৭১৮
আয়ারল্যান্ডে মোট ২ লাখ ৬২ হাজার ৭৪৪ জন কোভিড আক্রান্ত ছিলেন। মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪১ জনের। কিন্তু গত ২৪ ঘণ্টায় সেখানে কেউ আক্রান্ত হননি এবং মৃতের সংখ্যায় নেমেছে শূন্যতে।
০৮১৮
ইউরোপের একটি ছোট দেশ মন্টেনেগ্রো। এই দেশেও গত দু’দিন ধরে নতুন কেউ আক্রান্ত হননি। এমনকি কারও মৃত্যুও হয়নি। গোটা অতিমারি পর্বে ৯৯ হাজার ৭০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন সেখানে। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের।
০৯১৮
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় মোট আক্রান্ত ৯৪ হাজার ছাড়িয়েছে। গোটা অতিমারি পর্বে মাত্র ৭৮৫ জন মারা গিয়েছেন সেখানে। গত দু’দিন ধরে এই দেশে কেউ নতুন করে আক্রান্ত হননি। করোনার জেরে মারাও যাননি কেউ।
১০১৮
ঘানার মতো অবস্থা ইউরোপের ফিনল্যান্ডে। সেখানেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেনি। অতিমারি পর্বে সেখানে মোট আক্রান্ত হয়েছন ৯২ হাজার ৭৭০ জন এবং মৃত্যু হয়েছে ৯৫৯ জনের।
১১১৮
মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনও করোনাকে পরাস্ত করতে অনেকটাই সাফল্য পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানেও কোনও নতুন আক্রান্তের খবর নেই। কেউ মারাও যাননি সেখানে।
১২১৮
মধ্য আমেরিকার এল সালভাদর। উপকূলবর্তী এই ছোট্ট দেশেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হননি কেউ। তবে আগে আক্রান্ত হওয়া ৫ রোগীর মৃত্যু হয়ছে সেখানে। সব মিলিয়ে সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ২৬০ জনের। এখনও অবধি সে দেশে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৭০২ জন।
১৩১৮
এ ছাড়া বৎসোয়ানা, গ্যাবন, সুদান, কম্বোডিয়া, তাজিকিস্তান, কঙ্গো, দক্ষিণ সুদান, মালি, চাদ, গাম্বিয়া, নিকারাগুয়া, সান মেরিনো, সেন্ট লুসিয়া, বারবাডোজ, বারমুডা, সেন্ট মার্টিন, ডমিনিকা, পাপুয়া নিউ গিনি ইত্যাদি দেশগুলিতে গত ২৪ ঘণ্টায় একটিও সংক্রমণ হয়নি এবং মৃত্যুর সংখ্যাও শূন্য।
১৪১৮
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র তুভালু, মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান, ওশিয়ানিয়ার দ্বীপরাষ্ট্র তোঙ্গা, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা-সহ বেশ কিছু দেশে অতিমারি এখনও পর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেনি। এই সমস্ত দেশগুলিতে একজনও আক্রান্ত হননি। এগুলির বেশির ভাগই দ্বীপ। জনসংখ্যাও তুলনায় খুবই কম।
১৫১৮
এখনও পর্যন্ত আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তথ্য অনুযায়ী, আমেরিকায় এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৩০৭ জন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৮৯। অতিমারিতে সেখানে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৯৫ জনের। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গিয়েছেন ৫৪০ জন।
১৬১৮
আক্রান্তের তালিকায় বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৮২ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫২৯ এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৩৮০।
১৭১৮
ভারতের পরেই রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ২০ হাজার ৮১। মোট মৃত্যু ৪ লাখ ৬৭ হাজার ৭০৬। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের হয়েছেন ৯৫ হাজার ৬০১ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৭ জনের।
১৮১৮
ইউরোপের দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি কোভিড ১৯ প্রভাব ফেলেছে ফ্রান্সে এবং ব্রিটেনে। ফ্রান্সে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৫৫ লাখ ৯২ হাজার ২১০ এবং মোট মৃত্যু ১ লাখ ৮ হাজার ৯৯৪। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মারা গিয়েছেন ১৩৫ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৮ জন।