Advertisement
০২ নভেম্বর ২০২৪
News Caster

নাক দিয়ে রক্ত গড়াচ্ছে, তবুও খবর পড়ছেন সঞ্চালক

সে সময় হঠাত্ তাঁর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। কিন্তু তাই বলে তিনি স্টুডিয়ো ছেড়ে উঠে চলে যাননি।

নাক দিয়ে রক্ত বেরনো সত্ত্বেও খবর পড়ছেন এই কোরিয়ান সঞ্চালক। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নাক দিয়ে রক্ত বেরনো সত্ত্বেও খবর পড়ছেন এই কোরিয়ান সঞ্চালক। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৮:২৮
Share: Save:

এই বিশ্বে দু’ধরনের মানুষ কাজ করেন। এক দল লোক যারা কোনও মতে নিজের দায়িত্ব পালন করে মুক্তি পেতে চান। অপর দল যারা দায়িত্ব পালনের পাশাপাশি নিজের কাজকে পরিপূর্ণতা দিতে অতিরিক্ত কিছু করেন। কোরিয়ার ক্রীড়া উপস্থাপক জো হিউন-ইল হলেন সেই ধরনের মানুষ যারা ব্যক্তি জীবনের থেকেও কাজকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

স্পোটিভির ‘এনবিএ’সেগমেন্টটি উপস্থাপনা করছিলেন জো হিউন-ইল। সে সময় হঠাত্ তাঁর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। কিন্তু তাই বলে তিনি স্টুডিয়ো ছেড়ে উঠে চলে যাননি। সেই অবস্থাতেই ক্রীড়া জগতের বিভিন্ন খবর অবিচল ভাবে উপস্থাপনা করে গেছেন।

সেই ভিডিয়ো স্পোটিভি আপলোড করেছে টুইটারে। তারপর থেকেই ভাইরাল হয়েছে সেটি।

আরও পড়ুন: ব্রেক্সিট নিয়ে দলেই বিপাকে মে, অনাস্থা ভোটে এমপি-রা

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হিউল-ইলের নাক দিয়ে রক্ত গড়ানোর সময় তাঁর সহকর্মীকে উদ্বিগ্ন হতে দেখা যাচ্ছে, কিন্তু তিনি থেকেছেন অবিচল। কাজের প্রতি এ রকম ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব।

আরও পড়ুন: পর্ন স্টারের করা মামলায় জয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

অন্য বিষয়গুলি:

NewsCaster Nose Bleeding SPOTV Sports Channel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE