Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
US President Election

দ্বিতীয়বার দেশের প্রেসিডেন্ট হতে ‘প্রাক্তন’ ওবামার সাহায্য চাইলেন বাইডেন

বাইডেনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আমেরিকার প্রেসিডেন্ট মনে করছেন, আরও এক বার প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ডেমোক্র্যাট রাজনীতিক হিসাবে ‘সবচেয়ে জনপ্রিয়’ ওবামার সাহায্য প্রয়োজন।

Joe Biden seeks Barrack Obama’s help to secure second term amid tight race with Trump

জো বাইডেন (সামনে) এবং বারাক ওবামা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৪:৫৭
Share: Save:

প্রাক্তনের সাহায্য চাইলেন বর্তমান। আরও চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে বারাক ওবামার সাহায্য চাইলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদে প্রকাশ, বাইডেনকে সাহায্য করার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন।

আমেরিকার প্রথম সারির সংবাদপত্র ‘দি ওয়াশিংটন পোস্ট’-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে গত জুন মাসে একটি নৈশভোজের অনুষ্ঠানে আলোচনায় বসেন দুই ডেমোক্র্যাট রাজনীতিক। সাহায্য করার আর্জিতে ওবামা নাকি জানিয়েছেন, “যথাসাধ্য সাহায্য করব।” বাইডেনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আমেরিকার প্রেসিডেন্ট মনে করছেন, আরও এক বার প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ডেমোক্র্যাট রাজনীতিক হিসাবে ‘সবচেয়ে জনপ্রিয়’ ওবামার সাহায্য প্রয়োজন। বাইডেন শিবির মনে করছে, মাথার উপরে অনেকগুলি মামলা ঝুলে থাকলেও প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পই। তাঁকে রুখতে এখন থেকেই পরিকল্পনা করে রাখতে চাইছে বাইডেন শিবির।

ঘটনাচক্রে, ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় সে দেশের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। তবে শেষের দিকে নাকি বাইডেন-ওবামার সম্পর্ক তেমন ভাল ছিল না। শোনা যায়, ২০২০ সালে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসাবে অশীতিপর বাইডেনকে মেনে নিতে চাননি ওবামা। পরে অবশ্য বাইডেনের হয়ে ঝোড়ো প্রচার করেন তিনি। আফ্রো-আমেরিকান ভোটের সিংহ ভাগ ডেমোক্র্যাটদের ঝুলিতে পড়ার নেপথ্যে ওবামাকেই কৃতজ্ঞতা জানিয়েছিল বাইডেন শিবির। এর আগে ১৯৮৮ সালে এবং ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েও হার মানতে হয় বাইডেনকে। ২০০৮ সালে লড়াইয়ের প্রাথমিক পর্বে ওবামার কাছে হেরেছিলেন বাইডেন। ২০২০ সালে তৃতীয়বার লড়াই করে ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের বাসিন্দা হন তিনি। ২০২৪ সালে আমেরিকায় ফের প্রেসিডেন্ট নির্বাচন হবে।

অন্য বিষয়গুলি:

US President Election Barrack Obama Joe Biden Democrat Donald Trump Republican
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy