Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Shinzo Abe

মোদীকে অন্যতম ভরসার বন্ধু বললেন জাপানের প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী ‘অন্যতম ভরসার বন্ধু’। রবিবার এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পাশাপাশি, ভারত-জাপানের সম্পর্ককে ‘উইনিং কম্বিনেশন’ বলে উল্লেখ করলেন মোদী।

ইয়ামানাশিতে মোদী এবং আবে।

ইয়ামানাশিতে মোদী এবং আবে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১৬:৫২
Share: Save:

নরেন্দ্র মোদী ‘অন্যতম ভরসার বন্ধু’। রবিবার এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পাশাপাশি, ভারত-জাপানের সম্পর্ককে ‘উইনিং কম্বিনেশন’ বলে উল্লেখ করলেন মোদী।

রবিবার ইয়ামানাশিতে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানের প্রধানমন্ত্রীকে বিশেষ কিছু উপহারও তুলে দেন প্রধানমন্ত্রী মোদী। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের মির্জাপুরের শিল্পীদের হাতে বোনা কার্পেট, যার স্থানীয় নাম ধুরি। উপহারের মধ্যে ছিল লাল এবং হলুদ বেলেপাথরের দু’টি বাটি। যাতে ভারতীয় শিল্প-ভাস্কর্যের নিদর্শন। ছিল রাজস্থানের যোধপুরের কাজ করা বিশেষ বাক্স।

মোদীকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছেন আবে তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। কাওয়াগুচি হ্রদের ধারে আবের ব্যক্তিগত ভিলায় মোদীকে নৈশভোজে আমন্ত্রণ সেই দ্বিপাক্ষিক উষ্ণতারই প্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন: অ্যামাজন-ফ্লিপকার্টে দেদার বিকোচ্ছে ‘নকল’ প্রসাধনী! নোটিস ধরাল ডিসিজিআই

এ দিন জাপানের ইয়ামানাশিতে ত্রয়োদশ ভারত—জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই জাপানের প্রশংসা করেন তিনি। বলেন, ‘‘অর্থনীতি এবং প্রযুক্তিগত ক্ষেত্রে টোকিও বরাবরই দিল্লির সব থেকে নির্ভরযোগ্য বন্ধু।’’

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে পাকিস্তানের মহিলা বাহিনীর নিজস্বী

পরে মধ্যাহ্নভোজে যোগ দেন দুই রাষ্ট্রনেতা। ইন্দো–প্যাসিফিক অঞ্চলে দ্বিপাক্ষিক সহায়তা, নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক তথ্য আদানপ্রদান এবং সহায়তা নিয়ে আলোচনা হয় তাঁদের। শনিবারই টোকিও পৌঁছন মোদী। সেখানে প্রবাসী ভারতীয়রা তাঁকে স্বাগত জানান।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE