ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি-পিটিআই।
চিন ছাড়িয়ে করোনাভাইরাস থাবা বসিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই করোনা সংক্রমণ রুখতে নিজের দেশের নাগরিকদের ভারতীয় অভিবাদন পন্থার শরণাপন্ন হতে বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হ্যান্ডশেকের মাধ্যমে অভিবাদন করার বদলে হাত জোড় করে নমস্তে করার জন্য ইজরায়েলবাসীর কাছে বুধবার আবেদন করেছেন তিনি।
করোনাভাইরাস নিয়ে রিভিউ মিটিংয়ের পর বুধবার সাংবাদিক বৈঠক করেছিলেন নেতানিয়াহু। সেখানে করোনা আটকাতে দেশবাসীর উদ্দেশে বিভিন্ন বার্তা দিয়েছেন তিনি। কিছু সহজ টিপস দিয়েছেন। যেমন, হ্যান্ডশেক এড়িয়ে চলার কথা। তার বদলে অভিবাদনের জন্য তিনি ভারতীয় পদ্ধতি হাত জোড় করে নমস্কার করার উপর নির্ভর করতে বলেছেন।
সেই বৈঠকে কী ভাবে নমস্তে বা নমস্কার জানাতে হয়, তাও করে দেখিয়েছেন তিনি। এ ছাড়া তিনি বলেছেন, ‘‘ইজরায়েলে করোনার সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। এ জন্য উড়ান নীতিতেও পরিবর্তন আনছি ও সতর্ক নজর রাখছি।’’
Prime Minister of Israel Benjamin Netanyahu @netanyahu encourages Israelis to adopt the Indian way of greeting #Namaste at a press conference to mitigate the spread of #coronavirus pic.twitter.com/gtSKzBDjl4
— India in Israel (@indemtel) March 4, 2020
আরও পড়ুন: চোখে ট্যাটু করিয়ে, সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারালেন ২৫ বছরের মডেল
আরও পড়ুন: কাটা আঙুল দিয়ে খুলছে স্মার্টফোনের লক! ব্যক্তির দাবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy