Advertisement
২২ নভেম্বর ২০২৪
Hijab

হিজাব না পরার শাস্তি! কৃতী খেলোয়াড়কে দেশে ঢুকতেই দিল না ইরান, ‘বনবাসে’ ইরানি দাবাড়ু

সারা জানিয়েছেন, দেশে হিজাব বিরোধী যে আন্দোলন চলছে তাতে সমর্থন জানাতেই হিজাব না পরে চ্যাম্পিয়নশিপে খেলতে বসেছিলেন তিনি। সেই ‘অপরাধ’ই ক্ষমা করেনি ইরান।

Iranian chess player in exile for not wearing head scarf during one of her matches

সারা খাদেম হিজাব না পরে নিয়ার্ল্ড রেপিড চ্যাম্পিয়নশিপে খেলতে বসেছিলেন। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫২
Share: Save:

বিপদে পড়েছেন ইরানের ‘শতরঞ্জ কি খিলাড়ি’। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে আর দেশে ফিরতে পারছেন না তিনি। দেশই তাঁর ফেরার পথে কাঁটা বিছিয়ে রেখেছে।

নাম সারা খাদেম। সদ্য পঁচিশ পেরোনো তরুণী তিনি। তবে এরই মধ্যে দাবা খেলার জগতে ইরানের মুখ উজ্জ্বল করেছেন। দাবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮০৪ নম্বরে নাম। সম্প্রতি ফাইড ওয়ার্ল্ড র‌্যাপিড চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন। তবে দেশের পোশাকবিধি মেনে মাথায় হিজাব পরেননি। সেই ‘অপরাধ’ই ক্ষমা করেনি ইরান। সারার নামে গ্রেফতারি পরোয়ানা অপেক্ষা করছে তাঁর নিজের দেশেই।

সারা জানিয়েছেন, দেশে হিজাব বিরোধী যে আন্দোলন চলছে তাতে সমর্থন জানাতেই হিজাব না পরে চ্যাম্পিয়নশিপে খেলতে বসেছিলেন তিনি। কিন্তু সেই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর কাছে একের পর এক শাসানি দেওয়া ফোন আসতে শুরু করে। এমনকি, তাঁর বাবা-মা আত্মীয় স্বজনের কাছেও ওই ধরনের ফোন আসে। যেখানে বেশ স্পষ্ট করেই বুঝিয়ে দেওয়া হয়েছিল সারার এখন দেশে ফেরা মানেই অমঙ্গল। বাধ্য হয়েই স্বজনদের ছেড়ে সারাকে আশ্রয় নিতে হয়েছে স্পেনে। সেখানেই পরিস্থিতি শুধরে যাওয়ার আশায় দিন গুনছেন তিনি।

অন্য বিষয়গুলি:

Hijab World Chess Championship Iran Rapid Chess
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy